Www.lyricsbangla247.blogspot.com/ একটি বাংলা ভাষার গানের লিরিক্স হোস্টিং ওয়েবসাইট। ২০১৮ সালের সেপ্টেম্বরে এই ওয়েবসাইটি গুগল ব্লগস্পট সাইটের অধীনে যাত্রা শুরু করে। আমাদের সাইটে প্রতিটি বাংলা গানের লিরিক্স অত্যন্ত সতর্কতার সাথে প্রকাশ করা হয় যাতে গানের কথার কোনো ভুল না থাকে। বাংলা ভাষার যেকোনো দেশের গানই আমাদের ওয়েবসাইটটিতে পাবলিশ করা হয়। গানের লিরিকস এর পাশাপাশি গানটির বিভিন্ন তথ্য (সুরকার, গীতিকার, এ্যালবাম নাম, প্রকাশকাল, শিল্পী ইত্যাদি) দেয়া আছে। ব্যাবহারকারিদের সুবিদার জন্য আমারা গানের লিরিক এর পাশাপাশি প্রতিটি গানের মিউজিক ভিডিও দেখার সুবিধার জন্য সাথে ভিডিও (যদি থেকে থাকে) / ইউটিউব লিংক এমবেডেড করে দেয়া আছে।। আমাদের সাইট এ গানগুলো গানের ধারা অনুযায়ী ভাগ করা রয়েছে। আপনি চাইলেই আপনার পছন্দমত ক্যাটাগরীর গানের লিরিকসগুলো খুঁজে নিতে পারবেন।
মোটামুটি স্বতন্ত্রতা বজায় রেখেই ইউজারদের কথা মাথায় রেখে সাজানো হয়েছে সাইটটি। আশা করি বাংলা গানের লিরিক খোঁজার কঠিন কাজটি সহজ করতে আমারা একটু হলেও আপনার সহয়ক ভুমিকা ফালন করতে পারব ।
ধন্যবাদ।