পান্না পাথরের বিভিন্ন দাম এবং বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। ভালো মানের থেকে শুরু করে নিম্নমানের পান্না পাথর পাওয়া যায়। অর্থাৎ এ সকল ক্যাটাগরির উপর ভিত্তি করে পান্না পাথরের দাম অনেকটা নির্ভর করে। তাই আজকের আলোচনায় বিভিন্ন ধরনের পান্না পাথরের দাম কত টাকা তা বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাই এই পোস্ট একদম শেষ পর্যন্ত পড়ুন এবং বিস্তারিত জানুন।
পান্না পাথরের দাম কত
আমাদের সমাজে প্রচলিত আছে যে পান্না পাথর দ্বারা অনেক আধ্যাত্মিক উপকার হয়ে থাকে। অনেকেই এ পাথর প্রতি এতটাই বিশ্বাস করে থাকেন যে। এই পাথর ব্যবহার করলে উচ্চ শিক্ষাবৃত্তি পাবে, স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে। এছাড়া বিভিন্ন প্রকার অমঙ্গল থেকে মুক্তি পাবে।
কিন্তু এগুলো কুসংস্কার ছাড়া আর কিছুই না। এ সকল কুসংস্কার পাথর বিক্রেতারা বাংলাদেশ সহ পুরো বিশ্বে ছড়িয়ে দিয়েছে। এবং সফলভাবে সকল পাথরের ব্যবসা ত্বরান্বিত করতে পেরেছে। অর্থাৎ বিভিন্ন বিজ্ঞানী এবং গবেষণা দ্বারা প্রমাণিত হয়েছে এসব পাথরের কোন গুণাগুণ নেই।
এবং ব্যক্তি স্বার্থে এ সকল পাথর কোন উপকারে আসে না। সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনি এটি শুধুমাত্র ব্যবহার করতে পারেন। কুসংস্কার ছড়িয়ে সকল পাথরের মূল্য ন্যূনতম ৫০০ টাকা ১ হাজার টাকা থেকে শুরু করে প্রায় ৩০ থেকে ৫০ হাজার টাকায় বিক্রি করা হয় এসব পাথর। চলুন এ সকল পান্না পাথর বাংলাদেশে কত টাকা বিক্রি করা হয় তা বিস্তারিত জেনে নেওয়া যাক।
পান্না পাথরের দাম বাংলাদেশ কত টাকা
বাংলাদেশে অথবা বিশ্বের বিভিন্ন দেশে পান্না পাথর পাওয়া যায়। তবে বাংলাদেশে অরিজিনাল ব্রাজিল পান্না পাথর, কলম্বিয়া পান্না পাথর সহ আরো বিভিন্ন দেশের পান্না পাথর পেয়ে যাবেন। তবে অরিজিনাল ব্রাজিল পান্না পাথরের মূল্য ১০০০ থেকে ১৫০০ টাকা। এছাড়া ৩০ হাজার টাকা পার ক্যারেট ব্রাজিল পান্না পাথর বিক্রি করা হয়। অতএব বিস্তারিত জানতে নিচের তালিকাটি লক্ষ্য করুন।
কলম্বিয়া পান্না পাথরের পার ক্যারেট ন্যূনতম মূল্য ১০০০ থেকে ১৭০০ টাকা। এছাড়া কিছু কলম্বিয়ান পানা পাথর রয়েছে যার প্রতি পার ক্যারেট মূল্য ২৫০০ টাকা থেকে ৩৫০০ টাকা। এছাড়া ১০ ক্যারেটের পানা পাথরের দাম অন্যতম ২০ হাজার টাকা থেকে শুরু করে ১ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে।
আবার ব্রাজিল পান্না পাথরের দাম ১০০০ থেকে ১৫০০ টাকা। এবং ক্যারেট অনুযায়ী ১০০০ টাকা থেকে শুরু করে ৩০ হাজার টাকা অথবা ৫০ হাজার টাকা। আর ভালো কোয়ালিটি অনুযায়ী লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে।
অরিজিনাল জাম্বিয়ান পান্না পাথরের দাম পার ক্যারেট ২০০০ থেকে ২৫০০ টাকা ন্যূনতম। এবং সর্বোচ্চ কোয়ালিটি অনুযায়ী ৫০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা হতে পারে।
পান্না রত্ন পাথরের মূল কত?
এ সকল পান্না পাথরের দাম সম্পন্ন নির্ভর করে তার ওজন এবং ক্যারাটের উপর অথবা তার রতি কতটুকু রয়েছে তার উপর। তবে এই পান্না পাথরগুলো দেশ অনুযায়ী অথবা ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন রকমের এবং বিভিন্ন রঙের হয়ে থাকে। যত ভালো কালার দেখতে সুন্দর ওই পান্না পাথরের মূল্য তত বেশি।
এছাড়া পান্না পাথরের স্বচ্ছতা এবং আকৃতির উপরও ভিত্তি করে এই রত্ন পাথরের মূল্য অনেক বেশি নির্ভর করে। এছাড়াও কিছু গ্রহরত্ন পানা রয়েছে যেগুলোর মূল্য ২০০০০ থেকে ২১ হাজার টাকা। তবে নূন্যতম এই পান্না পাথরগুলো আপনি ১ হাজার টাকা থেকে শুরু করে লাখ টাকায় পেয়ে যাবেন।
কোন পান্না পাথর সবচেয়ে ভালো?
বিভিন্ন প্রকার পান্না পাথর পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য পান্না পাথরগুলি হচ্ছে ব্রাজিল পান্না পাথর, কলম্বিয়া পান্না পাথর, জাম্বিয়ান পান্না পাথর, পাকিস্তানি পান্না পাথর, ইন্ডিয়ান পান্না পাথর আরো ইত্যাদি ইত্যাদি। তবে এর মধ্য থেকে উল্লেখিত জাম্বিয়ান পান্না পাথর ব্রাজিল এবং কলম্বিয়া পান্না পাথর সবথেকে ভালো।
আশা করতেছি আজকের এই পোস্ট থেকে ইতিমধ্যে আপনারা পান্না পাথরের দাম কত সম্পর্কে জানতে পেরেছেন। এবং সঠিক পান্না পাথরের দামগুলো সম্পর্কে জানতে পেরেছেন। মূলত যে বিশ্বাস নিয়ে এই পাথরগুলো ব্যবহার করা হয় ইসলামের দিক দিয়ে স্পষ্ট শির্ক এবং হারাম।
তবে আধুনিক যুগের তাড়নায় কুসংস্কারের ভিত্তিতে বর্তমানে পান্না পাথরের মূল আসল নাম গুলো উল্লেখ করা হয়েছে। এই পোস্ট আপনাদের কাছে উপকৃত মনে হলে অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করে জানিয়ে দিবেন। ধন্যবাদ