Lyrics: রোজ বিহানে একটা পাখি (Roj Bihane Ekta Pakhi) || Islamic Nasheed | Moshiur Rahman


রোজ বিহানে একটা পাখি (Roj Bihane Ekta Pakhi) Lyrics -

SONG CREDITS :
  ♪ Song: রোজ বিহানে একটা পাখি (Roj Bihane Ekta Pakhi) 
  ♪ Language (ভাষা): Bengali  (বাংলা)
  ♪ Songwriter (গান লেখক): গোলাম মোহাম্মদ
  ♪ সুর ও শিল্পীমশিউর রহমান

Lyrics: রোজ বিহানে একটা পাখি (Roj Bihane Ekta Pakhi) LYRICS IN BANGLA

রোজ বিহানে একটা পাখি
রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে
সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। (2)

দিকে দিকে সে সূর তোলে সারা
ঘুম ভেঙ্গে যায় সে সূর শুনে জাগে ঘুমের পাড়া (2)

রঙ্গিন আলো ছড়িয়ে পড়ে তখন শাঁখে শাঁখে।। (2)

রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে
সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। (2)

ফুলে ফুলে রঙ্গিন রেণু ওড়ে
মৌমাছিরা তখন শুধু ঘোড়ে (2)

গুণ গুনিয়ে তখন সে যে গায়তে শুধু থাকে।। (2)

রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে
সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। (2)

ভোরের বাতাস পাতায় পাতায় নাচে
পাপড়ি ঝোরে ঘাস ফুলেদের কাছে  (2)

ঘাসে ঘাসে ফুলের রেণু চতুর্দিকে মাখে।।  (2)

রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে
সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। (2)



Lyrics: Roj Bihane Ekta Pakhi | Islamic Nasheed | Moshiur Rahman & Tuntunider Asar | Official Video | HD 

Previous Post Next Post