করোনা সচেতনতামূলক গানঃ দেশ বাঁচানোর উপায় নাই | Thikana Tv.press


করোনা সচেতনতামূলক গানঃ দেশ বাঁচানোর উপায় নাই  Lyrics -

SONG CREDITS :
  ♪ Song: দেশ বাঁচানোর উপায় নাই 
  ♪ Language (ভাষা): Bengali  (বাংলা)
  ♪ Songwriter (গান লেখক): Kabir Bin Samad
  ♪ Composer (সুরকার)Kabir Bin Samad
Lyrics: দেশ বাঁচানোর উপায় নাই Song LYRICS IN BANGLA

ও আমার দেশের ভাই একটা কথা বইলা যাই
সচেতনতা ছাড়া দেশ বাঁচানোর উপায় নাই (2)

যার যার জায়গা থেকে হও সচেতন ভাইরে ভাই (2)
ও আমার দেশের ভাই একটা কথা বইলা যাই
সচেতনতা ছাড়া দেশ বাঁচানোর উপায় নাই (2)

বিশ্বের দিকে চেয়ে দেখো করোনা রোগী কত,
বনী আদমের লাশের সারি বাড়ছে অবিরত রে (২)

দাফন-কাফন হচ্ছে না......
দাফন-কাফন হচ্ছে না আজ আগের মতো ভাইরে ভাই

ও আমার দেশের ভাই পায়ে ধইরা বইলা যাই, 
সচেতনতা ছাড়া দেশ বাঁচানো উপায় নাই

ও আমার দেশের ভাই একটা কথা বইলা যাই
সচেতনতা ছাড়া দেশ বাঁচানোর উপায় নাই

যদি ভাবো তুমি ভাল আছো সুস্থ আছো বেশ 
আজ ভালো তুমি কাল কিবা পরশু হয়ে যেতে পারো শেষ (২) 

পরিবারেও জলতে পারে......
পরিবারেও জলতে পারে দুখের আগুন অসময়

ও আমার দেশের ভাই পায়ে ধইরা বইলা যাই, 
সচেতনতা ছাড়া দেশ বাঁচানো উপায় নাই

ও আমার দেশের ভাই একটা কথা বইলা যাই
সচেতনতা ছাড়া দেশ বাঁচানোর উপায় নাই

বের হয়োনা বাড়িতে থাকো করিওনা কথাও ভিড় 
বিনা প্রয়োজনে ছাড়িওনা ভাই কখনো তোমার নীড় (২)

শারীরিক দূরত্ব......
শারীরিক দুরুত্ত রাখিও সদা বজায়...

ও আমার দেশের ভাই পায়ে ধইরা বইলা যাই, 
সচেতনতা ছাড়া দেশ বাঁচানো উপায় নাই

ও আমার দেশের ভাই একটা কথা বইলা যাই
সচেতনতা ছাড়া দেশ বাঁচানোর উপায় নাই

চায়ের দোকানে আড্ডায় রত থেকনা খামাখা 
অকালেই তবে উঠতে পারে তোমার মরার পাখা (২)

পরিবেশ পরিচ্ছন্ন......
পরিবেশ পরিচ্ছন্ন দেখে রেখ সর্বদায় 

ও আমার দেশের ভাই পায়ে ধইরা বইলা যাই, 
সচেতনতা ছাড়া দেশ বাঁচানো উপায় নাই

ও আমার দেশের ভাই একটা কথা বইলা যাই
সচেতনতা ছাড়া দেশ বাঁচানোর উপায় নাই

নামাজ পড় রোজা করো পরিবারের সাথে 
রবের সাথে কাদাকাদি করো গবির রাতে

এই দুনিয়ার মালিক......
এই দুনিয়ার মালিক তিনি মসিবত নিবে তরাই

ও আমার দেশের ভাই পায়ে ধইরা বইলা যাই, 
সচেতনতা ছাড়া দেশ বাঁচানো উপায় নাই

ও আমার দেশের ভাই একটা কথা বইলা যাই
সচেতনতা ছাড়া দেশ বাঁচানোর উপায় নাই

যার যার জায়গা থেকে হও সচেতন ভাইরে ভাই
ও আমার দেশের ভাই একটা কথা বইলা যাই
সচেতনতা ছাড়া দেশ বাঁচানোর উপায় নাই (2)

Lyrics: দেশ বাঁচানোর উপায় নাই | Best Country Songs | সচেতনতার গান | Kabir Bin Samad | Thikana Tv.press 

Previous Post Next Post