Lyrics: Amay Diyo Call (আমায় দিও কল) Song | The Ajaira LTD, Prottoy Heron, Dj Alvee | Ripon Video | Bangla New Song



Amay Diyo Call Song (আমায় দিও কল) Lyrics
The Ajaira LTD | Prottoy Heron | Dj Alvee | Ripon download This is new song from The Ajaira ltd Youtube channel, this song name is Amay Dio Call sung by Prottoy Heron and her team. Enjoy this new song 2020 by Prottoy Heron 

SONG CREDITS :
  ♪ Song: Amay Diyo Call Song
  ♪ Voice & Lyrics by Ripon Da
  ♪ Composed by Dj Alvee
  ♪ Starring: Full Ajaira Team
  ♪ Cinemetography - Jannatul Khan Riki Ahsan Official | Samiul
  ♪ Choreography - Prottoy Heron
  ♪ Production Manager: Nahid Hasan Shahrear Subarno
  ♪ Edit & Color: Prottoy Heron
  ♪ Thumbnail: Ahanaf Shanto
  ♪ Theme & Directed by Team Ajaira
Lyrics: Amay Diyo Call (আমায় দিও কল) Song LYRICS IN BANGLA
আই লাভ ইউ

আম গাছে আম ফলে
ধুমরো ফলে চলে
দূর থেকে কিস দিলাম 
তুলে নাউ গালে।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
**** মাথায় দিয়ে দরজা 
খুলে দেখুম যারে 
তারে করুম বিয়ে।

বন্ধ তুমি এক হলে 
আমায় দিয় ডাক!
তুমার সাথে গল্প করব 
আমি সারা রাত।

আই লাভ ইউ

আম গাছে আম নেই 
ডিম কেন মার?
তোমার সাথে প্রেম
নেই চোখ কেন মার?

রাজার যেমন রাজ্য থাকে
আমার আছ তুমি
তোমায় ছাড়া কেমনে 
আমি থাকি বল!
HI Friend I am Ripon Video

আম গাছ জাম গাছ
কাঠাল গাছ লিচু গাছ
আজকাল মেয়েরা বেশির ভাগ
চিটিংবাজ! চিটিংবাজ !চিটিংবাজ।

কেন তুমি এসেছিলে আমার এই জীবনে?
সুখ টুকু কেরে নিয়ে
জল দিলে দুই নয়নে। 

ভাল তোমায় বেসে ছিলাম 
অনেক আশা করে
মনটা আমার ভেঙ্গে
 দিলে সে কী করে।

বন্ধ তুমি এক হলে 
আমায় দিয় ডাক!
তুমার সাথে গল্প করব 
আমি সারা রাত।

আই লাভ ইউ

জলে যখন নেমেছি 
মাছ আমি ধরবই।
প্রেম যখন করেছি 
বিয়ে আমি করবই।
আম চুক্কা জাম চুক্কা 
চুক্কার নাই শেষ
রিপন মিয়া এগিয়ে চল 
রিপন মিয়া বাংলাদেশ।

হাই ফ্রেন্ড তোমরা সবাই ভাল আছ
ছেলেদের উদ্দেশ্যে একট ভিডিও
ছেলেরা সব সময় সত্য কথা বলে
বিশ্বাস করে মিথ্যাবাদী।

তুমি আমি ফুলের কলি
ফুটব এক সাথে
তোমার আমার দেখা হবে
 ফুল সজ্জা রাতে।

বৃষ্টি পড়ে টাপুর টুপুর
**** মাথায় দিয়ে দরজা 
খুলে দেখুম যারে 
তারে করুম বিয়ে।

বন্ধ তুমি এক হলে 
আমায় দিয় ডাক!
তুমার সাথে গল্প করব 
আমি সারা রাত।
বন্ধু তুমি সময় পেলে 
দিয় অমায় কল
তোমার সাথে কথা 
বলব আমি সারাক্ষন।



গানটির ভিডিও দেখুন এখানেঃ 
Lyrics: Amay Diyo Call Song | The Ajaira LTD | Prottoy Heron | Bangla New Song 2020 | Dj Alvee | Ripon Video 


Previous Post Next Post