- - ‘মতি মিয়া নিজের ইচ্ছায় চলে, অন্যের ইচ্ছার ধার ধারে না’
- - ‘গাঞ্জা খাইয়াই কূল পাই না, পড়ালেখা করমু কখন’
- - ‘ধুর ছাতা দলই করমু না, আমি বিখ্যাত ঢোল বাদক তৈয়ব আলী, অতি উচ্চবংশ’
- - ‘তোমারেতো আইজ অত্যাধিক সুন্দর লাগতেছে। ঘটনা কি? ছিনান করেছো নাকি?’
- - ‘ঢং ঢাং কিছু করিনা কৈতরী, গতরাতে একটা খোয়াব দেইখা মন অস্থির হৈছিল বইলা তোমার কাছে ছুইটা আসছি!’
- - ‘ধরছো ঠিক ১০/১০ পাইছো, তোমার বুদ্ধির কুলকিনারা নাই!’
- - ‘কখন কারে ত্যাক্ত করলাম? কৈতরী তোমারে ত্যাক্ত করেছি?’
- - ‘গানবাজনা নিয়া থাকি, ঝামেলায় যাইতে চাইনা বইলা চুপ কইরা থাকি, আইজ তার খবর ছিল! উল্টা থাপ্পড় খাইয়া চিৎ হইয়া পড়তো!’
- - ‘খামাখা একটা ভালো মানুষ নিয়া অন্দমন্দ কথা, ভাল্লাগেনা কিচ্ছু ভাল্লাগেনা!’
হুমায়ূন আহমেদের নাটকের এই আইকনিক ডায়লগগুলো শুনলে যার ছবি চোখের সামনে ভেসে ওঠে তিনি ফারুক আহমেদ। আমাদের সবার অতি প্রিয় অভিনেতা। চরিত্রের পাশাপাশি এই সংলাপগুলো ফারুক ভাইয়ের কণ্ঠে এতটাই মানিয়ে গেছে যে, নাটকে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় না করেও তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন সবসময়।
হুমায়ূন আহমেদ “লিলুয়া বাতাস” বইটি ফারুক ভাইকে উৎসর্গ করে লিখেছেন-
”দীর্ঘদিন কেউ আমার পাশে থাকে না, একসময় দূরে সরে যায়। হঠাৎ হঠাৎ এক আধজন পাওয়া যায় যারা ঝুলেই থাকে, যেমন অভিনেতা ফারুক। লিলুয়া বাতাস বইটি তার জন্যে। পরম করুণাময় তার হৃদয়ে লিলুয়া বাতাস বইয়ে দেবেন, এই আমার শুভ কামনা।
ফারুক আহমেদ সুকনিষ্ঠেষু”
বাংলা নাটকে স্নিগ্ধতা ছড়ানো রুচিস্নিগ্ধ এই মানুষটার আজ জন্মদিন। শুভ জন্মদিন ফারুক ভাই। আপনার সুস্থ, সুন্দর, সচল, সজীব, দীর্ঘ জীবন প্রত্যাশা করছি...❤️
Tags:
Lifestyle