Porichoy (পরিচয়) by Anupam Roy Song LYRICS
Presenting 'Porichoy (পরিচয়) by Anupam Roy Song' lyrics & Nijer Porichoy Nijer Bhashay Khuje Nao Song Lyrics In Bengali Written by Anupam Roy. Piano, organ and programming by Nabarun Bose. Recorded, Mixed And Mastered by Srirup Chatterjee.
SONG CREDITS :
♪ Song/Track Name (গানের নাম): Porichoy (পরিচয়)
♪ Music, lyrics, vocals & acoustic guitar: Anupam Roy Song
♪ Copyright: Anupam Roy Creations (ARC)
Porichoy (পরিচয়) by Anupam Roy LYRICS IN BANGLA
যদি ওরা তোমায় চিনতে চেয়ে
প্রশ্ন করে বলো তুমি কে?
হাসি মুখে জবাব দিও ভাই
সবার উপরে মানুষ সত্য
তাহার উপরে নাই।
যদি ওরা হিংসা বেচে খায়
উগ্রবাদের বিষ ঢালতে চায়,
তুমি ওদের ফুলের গন্ধ দাও
যুক্তিবাদের তর্কে জিতে যাও।
নিজের পরিচয় নিজের ভাষায় খুঁজে নাও
ঘৃণার পতাকা উড়তে দিয়ো না,
নিজের পরিচয় নিজে তৈরি করে নাও
ধর্মের শেকলে মানুষকে বেঁধো না।
হিন্দু বা মুসলমান হতে চাই না
তা বলে বৌদ্ধ কিংবা খ্রিষ্টান হতেও চাই না,
বিবেধের সব দেয়াল ভেঙে ফেলে
আমি ধর্মে নেই তাই জিরাফেও থাকবো না।
যদি কেউ গাইতে না দেয় গান
যদি চায় পুড়িয়ে ফেলতে প্রাণ,
সেই আগুন তুমি কেড়ে নাও
প্রতিবাদের মশাল জ্বেলে দাও।
নিজের পরিচয় নিজের ভাষায় খুঁজে নাও
ঘৃণার পতাকা উড়তে দিয়ো না,
নিজের পরিচয় নিজে তৈরি করে নাও
ধর্মের শেকলে মানুষকে বেঁধো না,
না, নানা, না।
হিন্দু বা মুসলমান হতে চাই না
তা বলে বৌদ্ধ কিংবা খ্রিষ্টান হতেও চাই না,
বিবেধের সব দেয়াল ভেঙে ফেলে
আমি ধর্মে নেই তাই জিরাফেও থাকবো না।
প্রশ্ন করে বলো তুমি কে?
হাসি মুখে জবাব দিও ভাই
সবার উপরে মানুষ সত্য
তাহার উপরে নাই।
যদি ওরা হিংসা বেচে খায়
উগ্রবাদের বিষ ঢালতে চায়,
তুমি ওদের ফুলের গন্ধ দাও
যুক্তিবাদের তর্কে জিতে যাও।
নিজের পরিচয় নিজের ভাষায় খুঁজে নাও
ঘৃণার পতাকা উড়তে দিয়ো না,
নিজের পরিচয় নিজে তৈরি করে নাও
ধর্মের শেকলে মানুষকে বেঁধো না।
হিন্দু বা মুসলমান হতে চাই না
তা বলে বৌদ্ধ কিংবা খ্রিষ্টান হতেও চাই না,
বিবেধের সব দেয়াল ভেঙে ফেলে
আমি ধর্মে নেই তাই জিরাফেও থাকবো না।
যদি কেউ গাইতে না দেয় গান
যদি চায় পুড়িয়ে ফেলতে প্রাণ,
সেই আগুন তুমি কেড়ে নাও
প্রতিবাদের মশাল জ্বেলে দাও।
নিজের পরিচয় নিজের ভাষায় খুঁজে নাও
ঘৃণার পতাকা উড়তে দিয়ো না,
নিজের পরিচয় নিজে তৈরি করে নাও
ধর্মের শেকলে মানুষকে বেঁধো না,
না, নানা, না।
হিন্দু বা মুসলমান হতে চাই না
তা বলে বৌদ্ধ কিংবা খ্রিষ্টান হতেও চাই না,
বিবেধের সব দেয়াল ভেঙে ফেলে
আমি ধর্মে নেই তাই জিরাফেও থাকবো না।
Porichoy (পরিচয়) by Anupam Roy LYRICS IN BANGLA
Nijer porichoy nijer bhashay khuje nao
Ghrinar potaka urte diyo na
Nijer porichoy nije toiri kore na
Dhormer shekole manushke bedho na
Nijer porichoy nijer bhashay khuje nao
Ghrinar potaka urte diyo na
Nijer porichoy nije toiri kore na
Dhormer shekole manushke bedho na
গানটির ভিডিও দেখুন এখানেঃ
Tags:
Entertainment