Lyrics: Master-D ft SAY GOODBYE [SYED ATIQ]



SAY GOODBYE LYRICS
Presenting 'SAY GOODBYE by Master-D lyrics & MP3 Bengali song lyrics. This song is sung By Master-D, Lyrics was planned By Syed Atiq

SONG CREDITS :
  ♪ Song/Track Name (গানের নাম): SAY GOODBYE
  ♪ Singer (শিল্পী): Master-D
  ♪ Lyrics (গীতিকার):  Syed Atiq
  ♪ Music Composition (সুরকার): Master-D

SAY GOODBYE LYRICS IN BANGLA
কত দূরে যাবি বল ?
দেখে নেবো এই আমি!
কি করে ভুলবো বল ?
তোর ওই পায়ের মল ?

ভুল যদি হয়ে থাকে
ক্ষমা চাই এই আমি,
কি করে ভুলবো বল ?
তোর ওই চোখের জল ?

রাত কেটে গেছে নতুন সূর্যেতে
পুরোনো দিন মুছে যাচ্ছে রোজ,
তবু কেনো আধার তোর মনেতে আজ ?
সব ফেলে বলে দে GOOD BYE ।

SAY GOOD BYE
বিদায়,
তোর ঠিকানায়
মন যায় ।

দু'চোখে না ঘুম আসে
ভেবে কত না সৃতির খোজ ।
না বুঝে মন তোর এই আমি
কত কাঁদিয়েছি তোকে রোজ ।

বুঝিনি, সজনী হরিণী চোখেতে রজনী একাকি
চেয়েছিলো সাথে, চেয়েছিলো পাশে ।
রজনী বোঝেনি কতটা স্বপ্ন দু'চোখে এঁকেছে
একাকি বসে, এলো কেশে ।

তবু আছে ক্ষমা্‌র
তোর কাছে চাওয়ার
সব ফেলে বলে দে
GOOD BYE ।

SAY GOOD BYE
বিদায়,
তোর ঠিকানায়
মন যায় ।


গানটির ভিডিও দেখুন এখানেঃ 
Lyrics: Master-D - Say Goodbye | Official Audio | Bangla Urban | Free Download Mp3


Previous Post Next Post