Keno Arale (কেনো আড়ালে) LYRICS
Presenting 'Keno Arale (কেনো আড়ালে) by Nasif Oni' lyrics & MP3 Bengali romantic Sad song lyrics from Drama: Tomar Bhalobashar Jonno. This song is sung By Nasif Oni, Lyrics was planned By Syed Atiq.
SONG CREDITS :
♪ Song/Track Name (গানের নাম): Keno Arale (কেনো আড়ালে)
♪ Singer (শিল্পী): Nasif Oni
♪ Lyrics (গীতিকার): Syed Atiq
♪ Tune & Music: Nasif Oni
♪ Tune & Music: Nasif Oni
♪ Label: Eagle Music
♪ Drama: Tomar Bhalobashar Jonno
♪ Drama: Tomar Bhalobashar Jonno
Keno Arale (কেনো আড়ালে) LYRICS IN BANGLA
খুব একা লাগছে ভীষণ তুমি ছাড়া
আজ আমার স্বপ্নগুলো পথহারা
প্রেমেরি হাতছানি ধোঁয়াশা মুখখানি
কোথায় তুমি আজ হারালে
কেন আড়ালে বল চলে গেলে
কোন খেয়ালে, সুখ কেড়ে নিলে
কিছু খুনসুটি, আছে ভুলত্রুটি
আমি অপরাধী, মানতে রাজি
খুব জোরকোরে ভুলতে গেলে
যায়না ভুলা প্রিয় মুখটাকে
প্রেমেরি হাতছানি ধোঁয়াশা মুখখানি
কোথায় তুমি আজ হারালে
কেন আড়ালে বলো চলে গেলে
কোন খেয়ালে সুখ কেড়ে নিলে
আজ আমার স্বপ্নগুলো পথহারা
প্রেমেরি হাতছানি ধোঁয়াশা মুখখানি
কোথায় তুমি আজ হারালে
কেন আড়ালে বল চলে গেলে
কোন খেয়ালে, সুখ কেড়ে নিলে
কিছু খুনসুটি, আছে ভুলত্রুটি
আমি অপরাধী, মানতে রাজি
খুব জোরকোরে ভুলতে গেলে
যায়না ভুলা প্রিয় মুখটাকে
প্রেমেরি হাতছানি ধোঁয়াশা মুখখানি
কোথায় তুমি আজ হারালে
কেন আড়ালে বলো চলে গেলে
কোন খেয়ালে সুখ কেড়ে নিলে
গানটির ভিডিও দেখুন এখানেঃ
Lyrics: Keno Arale | Nasif Oni | Apurba | Mehazabien | Bangla Song | Tomar Bhalobashar Jonno, New Natok 2019
Nasif Oni | Keno Arale | কেনো আড়ালে | Bengali Song | 2019 (Official Lyric Video)
Tags:
Drama Song