Lyrics: Jole Bhasa Poddo Ami (জলে ভাসা পদ্ম আমি) Original Song by Pratima Bandopadhyay



Jole Bhasa Poddo Ami (জলে ভাসা পদ্ম আমি) LYRICS
Presenting 'Jole Bhasa Poddo Ami (জলে ভাসা পদ্ম আমি) by Pratima Bandopadhyay' lyrics & MP3 Bengali Classic and romantic Sad romantic song lyrics. This song is sung By Pratima Bandopadhyay, Lyrics was planned By Shibdas Banerjee

SONG CREDITS :
  ♪ Song/Track Name (গানের নাম): Jole Vhasa Poddo Ami (জলে ভাসা পদ্ম আমি)
  ♪ Singer (শিল্পী): Pratima Bandopadhyay
  ♪ Lyrics (গীতিকার):  Shibdas Banerjee
  ♪ Music Composition (সুরকার): Bhupen Hazarika

Jole Bhasa Poddo Ami (জলে ভাসা পদ্ম আমি) LYRICS IN BANGLA
জলে ভাসা পদ্ম আমি শুধুই পেলাম ছলনা
ও আমার সহেলী,
আমার নাই তো কোথাও কোন ঠাঁই
বুকের জ্বালা কোথায় যে জুড়াই
বুকের জ্বালা কোথায় যে জুড়াই
ও আমার সহেলী,
আমার নাই তো কোথাও কোন ঠাঁই

চুয়া চন্দন ফুলের মালা নাইতো এ কপালে
সুখযে আমার সতীন কাঁটা ছেড়েছে কোন কালে
বেশ বসনে কাজ কি আমার কারে বা দেখাই
আমি কারে বা দেখাই
ও আমার সহেলী,
আমার নাই তো কোথাও কোন ঠাঁই

পাঁচজনে যে বলে আমায় কলংকিনী রাধা
একুল ওকুল নাইতো আমার পদে পদে বাধা
কে যে দেবে পাড়ের কড়ি কোথায় তারে পাই
আমি কোথায় তারে পাই
ও আমার সহেলী,
আমার নাই তো কোথাও কোন ঠাঁই
বুকের জ্বালা কোথায় যে জুড়াই
বুকের জ্বালা কোথায় যে জুড়াই
ও আমার সহেলী,
আমার নাই তো কোথাও কোন ঠাঁই
জলে ভাসা পদ্ম আমি
শুধুই পেলাম ছলনা
শুধুই পেলাম ছলনা
ও আমার সহেলী,
আমার নাই তো কোথাও কোন ঠাঁই



গানটির ভিডিও দেখুন এখানেঃ 
Lyrics: Jole Bhasa Poddo Ami (জলে ভাসা পদ্ম আমি) Original Song by Pratima 


Previous Post Next Post