SADA MONER MANUSH (সাদা মনের মানুষ) LYRICS
Presenting 'Sada Moner Manush (সাদা মনের মানুষ) by Kishor Polash' lyrics & MP3 Bengali Sad romantic song lyrics. This song is sung By Kishor Polash, Lyrics was planned By A Mizan.
SONG CREDITS :
♪ Song/Track Name (গানের নাম): Sada Moner Manush (সাদা মনের মানুষ)
♪ Singer (শিল্পী): Kishor Polash
♪ Lyrics (গীতিকার): A Mizan
♪ Natok: Uganda Masud
♪ Tune (সুরকার): Ahmmed Humayun
♪ Music Composition (সুরকার): Ahmmed Humayun
♪ Music Composition (সুরকার): Ahmmed Humayun
Sada Moner Manush (সাদা মনের মানুষ) LYRICS IN BANGLA
সাদা মনের মানুষ আমি তুমি কালো বলো,
তোমার চোখে যে জন সাদা তারই সঙ্গে চলো।
সাদা মনের মানুষ আমি তুমি কালো বলো,
তোমার চোখে যে জন সাদা তারই সঙ্গে চলো।
মনের মানুষ মন তো বোঝেনা,
ভুল করিয়া আমারে খোজে না।
মনের মানুষ মন তো বোঝেনা,
ভুল করিয়া আমারে খোজে না ।
কেমন করে আপন মানুষ আপন মানুষ মারে;
ভালোবাসলাম আমি কারে?
আপন মানুষ মারে!
আশায় আশায় দিন কেটে যায় আশার মুখে ছাই,
এ দুনিয়ায় খাটি কোন ভালোবাসা নাই ।
আশায় আশায় দিন কেটে যায় আশার মুখে ছাই,
এ দুনিয়ায় খাটি কোন ভালোবাসা নাই ।
মনের মানুষ মন তো বোঝেনা,
ভুল করিয়া আমারে খোজে না ।
মনের মানুষ মন তো বোঝেনা,
ভুল করিয়া আমারে খোজে না ।
আপন মানুষ আপন মানুষ মারে;
ভালোবাসলাম আমি কারে?
আপন মানুষ মারে!
সাদা মনের মানুষ আমি তুমি কালো বলো,
তোমার চোখে যে জন সাদা তারই সঙ্গে চলো!!
তোমার চোখে যে জন সাদা তারই সঙ্গে চলো।
সাদা মনের মানুষ আমি তুমি কালো বলো,
তোমার চোখে যে জন সাদা তারই সঙ্গে চলো।
মনের মানুষ মন তো বোঝেনা,
ভুল করিয়া আমারে খোজে না।
মনের মানুষ মন তো বোঝেনা,
ভুল করিয়া আমারে খোজে না ।
কেমন করে আপন মানুষ আপন মানুষ মারে;
ভালোবাসলাম আমি কারে?
আপন মানুষ মারে!
আশায় আশায় দিন কেটে যায় আশার মুখে ছাই,
এ দুনিয়ায় খাটি কোন ভালোবাসা নাই ।
আশায় আশায় দিন কেটে যায় আশার মুখে ছাই,
এ দুনিয়ায় খাটি কোন ভালোবাসা নাই ।
মনের মানুষ মন তো বোঝেনা,
ভুল করিয়া আমারে খোজে না ।
মনের মানুষ মন তো বোঝেনা,
ভুল করিয়া আমারে খোজে না ।
আপন মানুষ আপন মানুষ মারে;
ভালোবাসলাম আমি কারে?
আপন মানুষ মারে!
সাদা মনের মানুষ আমি তুমি কালো বলো,
তোমার চোখে যে জন সাদা তারই সঙ্গে চলো!!
গানটির ভিডিও দেখুন এখানেঃ
Sada Moner Manush | by Kishor Palash | ft Mosharraf Karim , Sabnam Faria | Natok Music Video 2018
Tags:
Entertainment