Lyrics: Bou Tumi Kotha Kou (বউ তুমি কথা কও) by Iqbal HJ | Wife | Make Me Your friend |

Bou tumi kotha kou (বউ তুমি কথা কও) Wife 
Presenting 'Bou tumi kotha kou (বউ তুমি কথা কও)' Bengali Islamic romantic song lyrics. This song is sung By Iqbal Hossain Jibon, Lyrics was planned By Iqbal HJ. 

SONG CREDITS :
♪ Song/Track Name (গানের নাম): Bou tumi kotha kou (বউ তুমি কথা কও), Wife 
♪ Singer (শিল্পী): Iqbal Hossain Jibon
♪ Lyrics (গীতিকার):  Iqbal Hossain Jibon
♪ Album (অ্যালবাম): Make Me Your friend
♪ Tune (সুরকার): Iqbal Hossain Jibon
♪ Music Composition (সুরকার): Iqbal Hossain Jibon
♪ Released (বছর):  Jun 24, 2017

Bou tumi kotha kou (বউ তুমি কথা কও) LYRICS IN BANGLA
বউ তুমি কথা কও, কও না কথা,
তোমায় নিয়ে আমি,বেঁধেছি ঘর ভুলেছি ব্যাথা(2)
তোমারি জন্য আমি,হাজারো স্বপ্ন বুনি,
তুমি তো আমার,সারাটি জীবনের প্রতিটি আশা। 
বাঁচব সারাজীবন একই সাথে,
থাকবো কাছাকাছি দুঃখে সুখে। 
দিও একটা ঘর প্রভু জান্নাতে,
বাসবো ভালো সেথায় দুজন মিলে। 

তোমায় যত ভালোবাসি,প্রভু ঢেলে দেন তত রহমত,
থাকবো দুজন মিলে মিশে। 
সুখে দুঃখে তাওফিক দাও হে রব
বাঁচব সারাজীবন একই সাথে,
থাকবো কাছাকাছি দুঃখে সুখে। 
দিও একটা ঘর প্রভু জান্নাতে,
বাসবো ভালো সেথায় দুজন মিলে। 

তুমি আমার চাঁদের আলো,
আঁধার রাতে ভরা পূর্ণিমা।
ঐ চাঁদও বুঝি পাই গো সরম,
যখন দেখে তোমারি জোসনা। 
বাঁচব সারাজীবন একই সাথে,
থাকবো কাছাকাছি দুঃখে সুখে। 
দিও একটা ঘর প্রভু জান্নাতে,
বাসবো ভালো সেথায় দুজন মিলে। 

গানটির ভিডিও দেখুন এখানেঃ 
Bou tumi kotha kou (বউ তুমি কথা কও) by Iqbal HJ

Previous Post Next Post