Lyrics: মিছে মায়ার এ সংসারে Miche Maya by Fazlur Rahman Babu | Bangla New Music Video


মিছে মায়ার এ সংসারে Miche Maya LYRICS BY Fazlur Rahman Babu
Presenting 'মিছে মায়ার এ সংসারে Miche Maya' Bengali Sad song lyrics. This song is sung By Fazlur Rahman Babu, Lyrics was planned By Sohail Masud. This song is originally composed By MoN.

SONG CREDITS :
♪ Song/Track Name (গানের নাম): মিছে মায়ার এ সংসারে Miche Maya
♪ Singer (শিল্পী): Fazlur Rahman Babu
♪ Lyrics (গীতিকার):  Sohail Masud 
♪ Album (অ্যালবাম):
♪ Tune(সুরকার): Avi Akash
♪ Music Composition: MoN
♪ Production: Rain Music
♪ Released (বছর): June 7, 2018

Boyos Amar Beshi Na (বয়স আমার বেশি না) LYRICS IN BANGLA
কিসের আশায় বাধলাম ঘর
ঘর তো আমার হইব পর
থাইমা গেলে জীবন ঘুড়ি
পইরা রইব রঙেরও বাড়ি
কান্দা কান্দা দুই দিন পরে
ভুইলা যাইবো সবাই মোরে..
আপন স্বজন কেউ তো আমার খবর লইবো না ওরে..
মিছে মায়ার এ সংসারে নয়রে কেউ আপন
মনরে.. আমার
মিছে মায়ার এ সংসারে নয়রে কেউ আপন

সারে তিন হাত মাটির ঘরে
নিথর দেহ রইবে পড়ে
কষ্টে গড়া সাধের ধন আমার
যোজন যোজন থাকবে দূরে
কান্দা কান্দা দুই দিন পরে
ভুইলা যাইবো সবাই মোরে..
আপন স্বজন কেউ তো আমার খবর লইবো না ওরে..
মিছে মায়ার এ সংসারে নয়রে কেউ আপন
মনরে.. আমার

মিছে মায়ার এ সংসারে নয়রে কেউ আপন

সোনার দেহ হইব মাটি
অন্তর তোমার করো খাঁটি
সময় থাকতে রাস্তা ধরো
মাওলার নামটি স্মরণ কর
কান্দা কান্দা দুই দিন পরে
ভুইলা যাইবো সবাই মোরে
আপন স্বজন কেউ তো আমার খবর লইবো না ওরে..
মিছে মায়ার এ সংসারে নয়রে কেউ আপন
মনরে.. আমার
মিছে মায়ার এ সংসারে নয়রে কেউ আপন

মিছে মায়ার এ সংসারে নয়রে কেউ আপন


গানটির ভিডিও দেখুন এখানেঃ 
মিছে মায়ার এ সংসারে Miche Maya by Fazlur Rahman Babu || Bangla Song

গানটি সম্পর্কে কিছু টুকরো খবর : 
রেইন মিউজিক কোম্পানি থেকে ফজলুর রহমান বাবু’র গাওয়া মিছে মায়া শিরোনামের গান টি মাত্র ২ মাসেই ৫৫ লাখ বারেরও বেশী দেখা হয়েছে ইউটিউবে। ফেসবুক সহ আরও বহু ওয়েবসাইটে গান টি ছড়িয়ে পড়েছে এরই মাঝে।সব মিলিয়ে কোটি পার হয়েছে গান টি। রেইন মিউজিক নতুন একটি কোম্পানি,তবে সব তারকা শিল্পিদের নিয়ে কাজ করাতে এর সুনাম ছড়িয়ে পরেছে মিউজিক অংগনে। গানটির কথা লিখেছেন রেইন মিউজিক এর সত্তাধিকারি সোহেল মাসুদ।
Previous Post Next Post