LYRICS: Khub Sohoj (খুব সহজ) by Arman Alif


LYRICS: Khub Sohoj (খুব সহজ) by Arman Alif 
Presenting 'Khub Sohoj (খুব সহজ) ' Bengali Sad romantic song lyrics. This song is sung By Arman Alif, Lyrics was planned By Arman Alif.
SONG CREDITS :
♪ Song/Track Name (গানের নাম): Khub Sohoj (খুব সহজ)
♪ Singer (শিল্পী): Arman Alif 
♪ Lyrics (গীতিকার):  Arman Alif 
♪ Tune & Music Composition (সুরকার): Arman Alif 
♪ Released (বছর): 01-11-2018

Khub Sohoj (খুব সহজ) LYRICS IN BANGLA
খুব সহজ, খুব সহজ আমায় ভোলা রে
আমার কাছে কঠিন লাগে, ভুলতে তোমারে ।
তুমি আর সে, দুজনাতে, থাকো হাসিতে
আমি কান্না দিয়ে কথা লিখি আমার গানেতে ।
যদি কখনো ফোনের স্ক্রিনে

অথবা খুব দূরে,
আমায় দেখো, ভেবে নিয়ো
দুঃস্বপ্ন সে ।
তুমি আর আমি, আমি আর তুমি
তার মাঝে কি ঝড়
সেই ঝড়ে আমার হারিয়ে যাওয়া
নিলো না কেউ খবর ।
খুব সখের তুমি, তোমায় আমি ভালোবাসি খুব
এই কথাটা শোনাবো না, আমারই থাকুক ।

আর ভাববো না, আর তোমায় লিখবো না
তোমায় নিয়ে বিকেল বেলায় হাঁটা হবে না
তুমি ভুল করো না,
আমি ভুল মানিনা ।
তোমার ভুলের কারন আমায় ঘুমোতে দেবে না ।

আর ভাববো না, আর সন্ধ্যা হবে না
তোমায় নিয়ে বিকেল বেলায় হাঁটা হবে না ।
তুমি ভুল করো না,
আমি ভুল মানিনা ।
তোমার ভুলের কারন আমায় ঘুমোতে দেয় না ।
মাঝরাতে যদি তোমার ঘুম ভেঙে যায়
সেই রাতটা যদি তোমায় খুব করে কাঁদায় ।
তুমি চোখের জলেতে, খুঁজে নিয়ো আমায়, অপেক্ষায় ।

তুমি আর আমি, আমি আর তুমি
তার মাঝে কি ঝড়
সেই ঝড়ে আমার হারিয়ে যাওয়া
নিলো না কেউ খবর ।
খুব সখের তুমি, তোমায় আমি ভালোবাসি খুব
এই কথাটা শোনাবো না, আমারই থাকুক ।

কোনো আবছা ছায়াতে, যদি আমার দেখা পাও
সেই ছায়াটাকে তুমি যদি তোমার করে নাও ।
তবে ভুল হবে না, আমি অন্যকারো না
আমি এখনো তোমার আছি, তুমি আমার না ।

মাঝরাতে যদি তোমার ঘুম ভেঙে যায়
সেই রাতটা যদি তোমায় খুব করে কাঁদায় ।
তুমি চোখের জলেতে, খুঁজে নিয়ো আমায়, অপেক্ষায় ।


গানটির ভিডিও দেখুন এখানেঃ 
Khub Sohoj | Arman Alif | Sahriar Rafat | Official Music Video | New Song 2018


Previous Post Next Post