LYRICS: Homeopethir Dose (হোমিওপ্যাথির ডোজ) by Tasrif Khan (Kureghor কুঁড়েঘর Band)

Homeopethir Dose (হোমিওপ্যাথির ডোজ) Lyrics by Tasrif Khan (Kureghor Band)
Presenting 'Homeopethir Dose (হোমিওপ্যাথির ডোজ)' Bengali romantic song lyrics. This song is sung By Tasrif Khan, Lyrics was planned By Tasrif Khan. This song is originally composed By Kureghor Band (কুঁড়েঘর).

SONG CREDITS :
♪ Song/Track Name (গানের নাম): Homeopethir Dose (হোমিওপ্যাথির ডোজ)
♪ Singer (শিল্পী): Tasrif Khan
♪ Lyrics (গীতিকার): Tasrif Khan
♪ Tune & Music Composition (সুরকার): Kureghor Band (কুঁড়েঘর)

Homeopethir Dose (হোমিওপ্যাথির ডোজ) LYRICS IN BANGLA
হোমিওপ্যাথির ডোজ
লাগবে আমার রোজ
প্রেম ক্যান্সারে ভুগছি আমি,
নাও না একটু খোঁজ
তোমার মন পাড়ায়,
দিও আমায় ঠাঁই
প্রেম বাগানের মালি হয়ে,
ফুল কুড়াতে চাই (x2)

স্বপ্নে এসে ভাগ বসাবো,
থাকবে জোৎস্না রাত
বৃন্দাবনে হাঁটবো দুজন,
হাতে রেখে হাত। (x2)

সাত সকালে ঘুম ভাঙ্গাবো,
গরম গরম কাচ্চি খাবো (x2)

টালবাহানায় কাজ হবে না..
হোমিওপ্যাথির ডোজ,
লাগবে আমার রোজ
প্রেম ক্যান্সারে ভুগছি আমি,
নাও না একটু খোঁজ
তোমার মন পাড়ায়,
দিও আমায় ঠাঁই
প্রেম বাগানের মালি হয়ে,
ফুল কুড়াতে চাই (x2)

পঙ্খীরাজের ডানায় চড়ে যাবো তেপান্তর
গোলপাতারই ছাউনি দিয়ে,
বাঁধবো প্রেমের ঘর (x2)

সন্ধ্যে হলে বাইরে যাবো,
মানিক মিয়ার ফুচকা খাবো (x2)
আমায় তুমি মণ করো না..
হোমিওপ্যাথির ডোজ,
লাগবে আমার রোজ
প্রেম ক্যান্সারে ভুগছি আমি,
নাও না একটু খোঁজ
তোমার মন পাড়ায়,
দিও আমায় ঠাঁই
প্রেম বাগানের মালি হয়ে,
ফুল কুড়াতে চাই (x2)


Homeopethir Dose (হোমিওপ্যাথির ডোজ) LYRICS
Homeopethir Dose,
Laagbe amar rooj
Prem cancer-e vugchi ami,
Nao na ektu khoj
Tomar mon paray,
Dio amay thai
Prem baganer maali hoye,
Ful kurate chai
sopne ese bag bosabo,
thakbe josna rat
binda bone hatbox dujon,
hate rekhe hat.(x2)

sat sokale gum bangabo
gorom groom kacchi khabo (x2)

tal bahanay kaj hobe na
Homeopethir Dose,
Laagbe amar rooj
Prem cancer-e vugchi ami,
Nao na ektu khoj
Tomar mon paray,
Dio amay thai
Prem baganer maali hoye,
Ful kurate chai
ponkhi rajer danay chore jabo tepantor
golpanari sauna diye
badhbo premer ghor
sondha hole bahire jabo
manik miyar fuska khabo (x2)

amay tumi mone koro na
Homeopethir Dose,
Laagbe amar rooj
Prem cancer-e vugchi ami,
Nao na ektu khoj
Tomar mon paray,
Dio amay thai
Prem baganer maali hoye,
Ful kurate chai (x2)

গানটির ভিডিও দেখুন এখানেঃ 
হোমিওপ্যাথির ডোজ | Homeopethir Dose|| kureghor(কুঁড়েঘর) Orginal Track 33 || Tasrif Khan || Bangla Song

গানটি সম্পর্কে কিছু টুকরো খবর : 
প্রেম ক্যান্সারে ভুগছেন ?? এই নিন ''হোমিওপ্যাথির ডোজ"  । এখানে ভালবাসাকেই মুলত "হোমিওপ্যাথির ডোজ" বলে বুঝানোর চেষ্টা করেছি । পুরো গান জুড়ে একটি ছেলের কিছু প্রেমস্বপ্ন এবং প্রেমাকাঙ্খা তুলে ধরেছে কুঁড়েঘর । গানটি ভাললাগলে সবার কাছে পৌছে দেবার অনুরোধ রইলো ।গানটি Tasrif Khan নিজের লেখা শুর করা এবং কুঁড়েঘর ব্যান্ডের কম্পজিসন করা । শিঘ্রই জি-সিরিজের ব্যানারে গানটির অফিসিয়াল মিউজিক ভিডিও আসবে ।
Previous Post Next Post