LYRICS: Homeopethir Dose (হোমিওপ্যাথির ডোজ) by Tasrif Khan (Kureghor কুঁড়েঘর Band)

Homeopethir Dose (হোমিওপ্যাথির ডোজ) Lyrics by Tasrif Khan (Kureghor Band)
Presenting 'Homeopethir Dose (হোমিওপ্যাথির ডোজ)' Bengali romantic song lyrics. This song is sung By Tasrif Khan, Lyrics was planned By Tasrif Khan. This song is originally composed By Kureghor Band (কুঁড়েঘর).

SONG CREDITS :
♪ Song/Track Name (গানের নাম): Homeopethir Dose (হোমিওপ্যাথির ডোজ)
♪ Singer (শিল্পী): Tasrif Khan
♪ Lyrics (গীতিকার): Tasrif Khan
♪ Tune & Music Composition (সুরকার): Kureghor Band (কুঁড়েঘর)

Homeopethir Dose (হোমিওপ্যাথির ডোজ) LYRICS IN BANGLA
হোমিওপ্যাথির ডোজ
লাগবে আমার রোজ
প্রেম ক্যান্সারে ভুগছি আমি,
নাও না একটু খোঁজ
তোমার মন পাড়ায়,
দিও আমায় ঠাঁই
প্রেম বাগানের মালি হয়ে,
ফুল কুড়াতে চাই (x2)

স্বপ্নে এসে ভাগ বসাবো,
থাকবে জোৎস্না রাত
বৃন্দাবনে হাঁটবো দুজন,
হাতে রেখে হাত। (x2)

সাত সকালে ঘুম ভাঙ্গাবো,
গরম গরম কাচ্চি খাবো (x2)

টালবাহানায় কাজ হবে না..
হোমিওপ্যাথির ডোজ,
লাগবে আমার রোজ
প্রেম ক্যান্সারে ভুগছি আমি,
নাও না একটু খোঁজ
তোমার মন পাড়ায়,
দিও আমায় ঠাঁই
প্রেম বাগানের মালি হয়ে,
ফুল কুড়াতে চাই (x2)

পঙ্খীরাজের ডানায় চড়ে যাবো তেপান্তর
গোলপাতারই ছাউনি দিয়ে,
বাঁধবো প্রেমের ঘর (x2)

সন্ধ্যে হলে বাইরে যাবো,
মানিক মিয়ার ফুচকা খাবো (x2)
আমায় তুমি মণ করো না..
হোমিওপ্যাথির ডোজ,
লাগবে আমার রোজ
প্রেম ক্যান্সারে ভুগছি আমি,
নাও না একটু খোঁজ
তোমার মন পাড়ায়,
দিও আমায় ঠাঁই
প্রেম বাগানের মালি হয়ে,
ফুল কুড়াতে চাই (x2)


Previous Post Next Post