Boyos Amar Beshi Na (বয়স আমার বেশি না) TukTukir Ma Lyrics
Presenting 'Boyos Amar Beshi Na (বয়স আমার বেশি না) TukTukir Ma' Bengali romantic song lyrics. The original song is sung by Anil Hazra, from Gobra of Narail.
♪ Song/Track Name (গানের নাম):
♪ Singer (শিল্পী): Chander Alo (Anil Hazra)
♪ Lyrics (গীতিকার):
♪ Album (অ্যালবাম): RJ Raju
♪ Tune & Music Composition (সুরকার):
♪ Production: QineticMusicLLC
♪ Released (বছর): Not found
Boyos Amar Beshi Na (বয়স আমার বেশি না) LYRICS IN BANGLA
বয়স আমার বেশি না
ওরে-এ-এ টুক টুকির মা
চুল কয়ডা পাইহে গেছে বাতাসে
বয়স আমার বেসি না
ওরে ও টুকটুকির মা
চুল কয়ডা পাইহে গেছে বাতাসে
তোমার মেডামরে দেবানা
ও কতা মুডে কবানা
তালি কিন্তু মিরে যাব হুতোসে
বয়স আমার বেসি না
ওরে এ টুকটুকির মা
চুল কয়ডা পাইহে গেছে বাতাসে
কাটতাম তাল খাজুর গাছ
টুকটুকিটা বেড়াত পাছ পাছ
প্রেততেকদিন খাত রস তিন বেলা
কাটাতাম তার খাজুর গাছ
টুকটুকিটা বেড়াত পাছ পাছ
প্রেততিকদিন খাত রস তিন বেলা
অয় আমারে জামুই বানাও
আর নয়তো সেই রসের দাম দেও
অয় আমারে জামুই বানাও
আর নয়তো সেই রসের দাম দাও
মেলা দিন ধইরে কিন্তু জ্বালাইছে সে
বয়স আমার বেসি না
ওরে এ টুকটুকির মা
চুল কয়ডা পাইহে গেছে বাতাসে
ধরি তোমার দুইগেন পাও
কতাডা কি শুইনে লও
কত স্বপন দেহি ওরে লইয়ে।
ধরি তোমার দুইগেন পাও
কতাডা কি শুইনে লও
কত স্বপন দেহি ওরে লইয়ে
টুকটুকিডা বউ অলি
কি যে কায়দার অত তালি
টুকটুকিডা বউ অলি
কি যে কায়দার অত তালি
আমার মতো জামুই তোমরা পাবা কোন দেশে
বয়স আমার বেসি না
ওরে এ টুকটুকির মা
চুল কয়ডা পায়হে গেছে বাতাসে
আমি কি ছওল খারাপ নেহি
দোষ একটু কানে আর চোহি
দাত পোহে খাইছে তাতে হইছেডা কি
আমি কি ছওল খারাপ নেহি
দোষ একটু কানে আর চোহি
দাত পোহে খাইছে তাতে হিছেডা কি
তাই বুইলে আমি কি আর পইছে গেছি নাকি
তাই বুইলে আমি কি আর পইছে গেছি নাকি
আমি কিরাম শুইনে দেইহো গুরু বদর কাছে।
বয়স আমার বেসি না ওরে এ টুকটুকির মা
চুল কয়ডা পাইহে গেছে বাতাসে
তোমার মেডামরে দেববানা ও কথা মুডে কবানি
তাইলে কিন্তু মিরে যাব হুতাসে
বয়স আমার বেসি না ওরে এ টুকটুকির মা
চুল কয়ডা পাইহে গেছে বাতাসে
বয়স আমার বেসি না ওরে এ টুকটুকির মা
চুল কয়ডা পাইহে গেছে বাতাসে
বয়স আমার বেসি না ওরে এ টুকটুকির মা
চুল কয়ডা পাইহে গেছে বাতাসে।
গানটির ভিডিও দেখুন এখানেঃ
Boyos Amar Beshi Na (বয়স আমার বেশি না) || Bangla Song
Boyos Amar Beshi Na (বয়স আমার বেশি না) || Bangla Song
Tags:
Rj Raju Song