Priotoma Shuhashini (প্রিয়তমা সুহাসিনী) by Shajib feat Rj Raju (ONTOPUR) at Radio Aamar.
Presenting 'Priotoma Shuhashini (প্রিয়তমা সুহাসিনী)' Bengali romantic love song lyrics. This song is sung By RJ Raju, Lyrics was planned By Masfiq. This song is originally composed By Sajib Das (সজিব).
SONG CREDITS :
♪ Song/Track Name (গানের নাম): Priotoma Shuhashini (প্রিয়তমা সুহাসিনী)
♪ Singer (শিল্পী): RJ Raju
♪ Lyrics (গীতিকার): Masfiq
♪ Album (অ্যালবাম): SUHASHINI
♪ Band: ONTOPUR
♪ Band: ONTOPUR
♪ Tune & Music Composition (সুরকার): Sajib Das (সজিব)
♪ Released (বছর): Not found
Priotoma Shuhashini (প্রিয়তমা সুহাসিনী) LYRICS IN BANGLA
তোমার জন্য এ জীবন জানো কি,
তোমার জন্য ধরণী মানো কি;
আজ বলবো আমার ভালবাসা,
সুহাসিনী প্রিয়তমা।
পথ চলবো আমরা দু’জন,
প্রতিটি জনম প্রতিটি কদম;
করলাম আমি আজ এই শপথ,
প্রতিটি জনম,
তোমাকে ভালবাসি ও আমার প্রিয়তমা সুহাসিনী;
তোমাকে ভালবাসি ও আমার প্রিয়তমা.......।
স্মৃতিতেও তুমি, বিশ্বাসেও তুমি, প্রতিটি নিশ্বাসে তুমি;
দীর্ঘ রাত তুমি, স্বপ্নেও তুমি, দৃষ্টিসীমানায় তুমি।
বলছি এই পৃথিবীকে,
চেয়েছি তোমায় বিধাতার কাছে;
করলাম আমি আজ এই শপথ,
প্রতিটি জনম;
তোমাকে ভালবাসি ও আমার প্রিয়তমা সুহাসিনী;
তোমাকে ভালবাসি ও আমার প্রিয়তমা........।
চাও কি তুমি আমার ভালবাসা,
সুখী হয়ে দিতাম;
দেবো তোমায় সব উজাড় করে,
চাও যদি এই মনটাও।
দেবো তোমায় ভালবাসা,
প্রতিটি জনম প্রতিটি কদম;
করলাম আমি আজ এই শপথ,
প্রতিটি জনম,
তোমাকে ভালবাসি ও আমার প্রিয়তমা সুহাসিনী;
তোমাকে ভালবাসি ও আমার প্রিয়তমা........।
তোমার জন্য এ জীবন জানো কি,
তোমার জন্য ধরণী মানো কি;
আজ বলবো আমার ভালবাসা,
সুহাসিনী প্রিয়তমা।
পথ চলবো আমরা দু’জন,
প্রতিটি জনম প্রতিটি কদম;
করলাম আমি আজ এই শপথ,
প্রতিটি জনম,
তোমাকে ভালবাসি ও আমার প্রিয়তমা সুহাসিনী;
তোমাকে ভালবাসি ও আমার প্রিয়তমা.......।
গানটির ভিডিও দেখুন এখানেঃ
Priotoma Shuhashini (প্রিয়তমা সুহাসিনী) by Shajib feat Rj Raju (ONTOPUR) at Radio Aamar | Bangla Song
Priotoma Shuhashini (প্রিয়তমা সুহাসিনী) by Shajib feat Rj Raju (ONTOPUR) at Radio Aamar | Bangla Song
Tags:
Rj Raju Song