Lyrics - Jailkhana (জেলখানা) Mathar Brain Khatai Banaise by Ankur Mahamud Feat Ashik

Presenting official music video of "Jailkhana (জেলখানা)". মাথার ব্রেন খাটাই বানাইছে জেলখানা (Mathar Brain Khatai Banaise JelKhana) is one of the most recent viral Bangla new Folk Song which Singer Ashik, Lyrics & Tuneer Ashik and Music by Ankur Mahamud.

Song: Jailkhana (জেলখানা)
Singer: Ashik
Lyrics & Tune: Ashik
Music: Ankur Mahamud

Lyrics - Jailkhana (জেলখানা) Mathar Brain Khatai Banaise JelKhana

কি আইন বানাইয়া গেলও
কি শাসন দেখাইয়া গেলও
কি আইন বানাইয়া গেলও
কি শাসন দেখাইয়া গেলও
ব্রিটিশ সরকাররা

মাথার ব্রেইন খাটাই বানাইছে জেলখানা
মাথার ব্রেইন খাটাই বানাইছে জেলখানা
মাথার ব্রেইন খাটাই বানাইছে জেলখানা
মাথার ব্রেইন খাটাই বানাইছে জেলখানা

সত্যি কারের পাপী যারা
তারা থাকে পাঁচ তালায়
সাধাসিধা মানুষ গুলা
তারাই থাকে জেলখানায়
তারাই থাকে জেলখানায়
মামু খালু না থাকিলে
অর্থ কড়ি না খাটাইলে
জামিন হবে না

মাথার ব্রেইন খাটাই বানাইছে জেলখানা
মাথার ব্রেইন খাটাই বানাইছে জেলখানা
মাথার ব্রেইন খাটাই বানাইছে জেলখানা
মাথার ব্রেইন খাটাই বানাইছে জেলখানা

সুধখোর ঘুষখোর লুচ্চ যারা
টাকা পয়সা উড়ায় তারা
ক্যাডারকে দের টাকা দিয়ে
ভালো মানুষ খুন করায়
ভালো মানুষ খুন করায়
সত্য সাক্ষি দিতে গেলে
সঠিক তথ্য নিতে গেলে
জীবনবন বাঁচেনা

মাথার ব্রেইন খাটাই বানাইছে জেলখানা
মাথার ব্রেইন খাটাই বানাইছে জেলখানা
মাথার ব্রেইন খাটাই বানাইছে জেলখানা
মাথার ব্রেইন খাটাই বানাইছে জেলখানা

কৃষক শ্রমিক দিন মুজুরী
কর্ম করে তারাই খায়
টাকার জোড়ে বড় লোকরা
তাদের পেটেই লাথি দেয়
তাদের পেটেই লাথি দেয়
মান অপমান হইয়া গরীব
সবকিছু হারাইয়া গরীব
জীবন রাখে না

মাথার ব্রেইন খাটাই বানাইছে জেলখানা
মাথার ব্রেইন খাটাই বানাইছে জেলখানা
ব্রেইন খাটাই বানাইছে জেলখানা
মাথার ব্রেইন খাটাই বানাইছে জেলখানা

Previous Post Next Post