Presenting one of the best viral hip hop song Bonobasher Shadhon (বনবাসের সাধন) by JALALI SET (জালালি সেট)
Director: Abdur Rahman Nel
DOP: Kaiser Al Rabby
Editor & Color : Shams Saki
Associate Director, Script Writer & Music composer: SHAFAYAT
JALALI SET - Bonobasher Shadhon | জালালি সেট - বনবাসের সাধন
Director: Abdur Rahman Nel
DOP: Kaiser Al Rabby
Editor & Color : Shams Saki
Associate Director, Script Writer & Music composer: SHAFAYAT
ঢাকাইয়া পোলার একের আসন একে জমে,
দমে দমে দম দে বাবা দম দে।
জালালী জলসাতে, গাম মুছবেন গামছাতে।
কারণ আমগো লেভেল এখন ১৩ নম্বর তামশাতে।
সই! এবার মনের কথা কই।
বান্দরে বড়ই পাইল মাগার হালার পুতে লবণ দিল কই!
বাথরুম হইলে নিচের দিকে, দেয়ার মালিক আল্লাহ যে
আর ময়না টিয়া দিলে মাতাত হাইগা তুইব শালিকে
পাঁচ লক্ষ নেকা সাধু দেখতে যাইবেন কুম্ভমেলায়
পইড়া যাইবেন ভিড়ের থেলায়, বইশা যাইবেন দমের খেলায়
উটের চরের থেইকা সরাসরি সোজা ভবের চরে
দুনিয়ারে চরাই মাগার বকরী দেখলে ডরাই
সোজা কাঠ কাথুরি লইয়া কাইটা কুইতা মাটির বাঁশি
রেডি কইরা চালু চালু সুন্দর একখান সবাই চালায়
জালালি সাফায়েত এর বনবাসের সাধনতে পইরা যাইবেন ফাপরেতে
মুইতা দিবেন কাপরেতে
ছিল ছিল পাপাপুয়া, পেটের ভিতর ছাছাছুয়া, কান্ধের উপর কাকাতুয়া
বুকের ভিতরে মুখের দুয়া, হাং কইরা ঠ্যাঙের উপরে, থাং কইরা ছাঙ্গের উপরে
জাং তাইনা হাপের মুখে ব্যাং কইরা ছিলাছিলা
ছিল ছিল পাপাপুয়া, পেটের ভিতর ছাছাছুয়া, কান্ধের উপর কাকাতুয়া
বুকের ভিতরে মুখের দুয়া, হাং কইরা ঠ্যাঙের উপরে, থাং কইরা ছাঙ্গের উপরে
জাং তাইনা হাপের মুখে ব্যাং কইরা ছিলাছিলা
দিনেরাতি জ্বলে বলে, জালালি সাধনা চলে
ভবের বাত্তি লোকচক্ষুর অন্তরালে নিভে জ্বলে
কাব্যচর্চার তপস্যার রেয়াজে ধনে মগ্ন যত
যতক্ষণ অবস্থান দুনিয়ার চিন্তা কর পরমঙ্গলে
জ্বালালি জহুরি খাঁটি দর্শনধারী গুনবিচারি সর্বজনস্বীকৃত
শ্রেষ্ঠ ছন্দ গীতির অধিকারী
সংগীতের পিরীতে মনমজিলে বুজিবে, যখন সিদ্ধিসক্তি
গুরুর ভক্তি মনেতে বসিবে, হাঁ চুদুরবুদুর বিতিকিচ্ছার আলাপ যতই পারেন
কিন্তু জ্বালালি কাফেলা দেখলে চোখ উঠে কপালে
যতই তারকা হইয়া উরেন, গুরেন, জুলেন, ডালের নীচে
নামলে হারায়া যাবেন কারন লেভেল ভায়া জালে
ভায়া শান্তির মা চিক্কুর পাইড়া কান্দে পুতে মইরা গেসে
স্বজাতি ভগিলে জালালি পাগলের ফান্দে
আধামরা বিরোধীগো নীরবে নিভৃতে গো পেটের হাজতে
ফাঁসাইয়া মরজিনার বাপ কান্দে
ছিল ছিল পাপাপুয়া, পেটের ভিতর ছাছাছুয়া, কান্ধের উপর কাকাতুয়া
বুকের ভিতরে মুখের দুয়া, হাং কইরা ঠ্যাঙের উপরে, থাং কইরা ছাঙ্গের উপরে
জাং তাইনা হাপের মুখে ব্যাং কইরা ছিলাছিলা
ছিল ছিল পাপাপুয়া, পেটের ভিতর ছাছাছুয়া, কান্ধের উপর কাকাতুয়া
বুকের ভিতরে মুখের দুয়া, হাং কইরা ঠ্যাঙের উপরে, থাং কইরা ছাঙ্গের উপরে
জাং তাইনা হাপের মুখে ব্যাং কইরা ছিলাছিলা
কই ভবের বাত্তি? কতই ভবের বাত্তি
জালালির আসরে কই ভবের বাত্তি
এ মাটির বাঁশি ধরা, জালালি জ্বালা, জিকিরে কাপায়া হালা পুরা এলাকা
সাঁই তাইনা ধুমা ভিতরে লইয়া ছাড়ি উপরে
জিনিক আর পিনিক এ চলে বাত্তি দেমাগে
এই লাগা পলটি, শয়তানের ভেল্কি, ভিজা বিলাই হাইজ্যাক করে মাটনের ফন্দী
বনবাসের সাদনে কই গুরুর সাদনে স্বাদ মায়া ত্যাগের স্বাদ নাই ক্ষমা চরণে
হাত ছুইলে যাত যাইব সাধুর নাই বংশ
সাতগুরুর চরণে ক্ষমা সে করব
লগে তোর পাড়া মসজিদ না কইরা শিখছস ইশারা
সইবো না সাঁই সুইনা রাইখ সবাই
জগতের দাম নাই যে যার আখের গুছায় সত্তের বাত্তি জালায়
ছিল ছিল পাপাপুয়া, পেটের ভিতর ছাছাছুয়া, কান্ধের উপর কাকাতুয়া
বুকের ভিতরে মুখের দুয়া, হাং কইরা ঠ্যাঙের উপরে, থাং কইরা ছাঙ্গের উপরে
জাং তাইনা হাপের মুখে ব্যাং কইরা ছিলাছিলা
ছিল ছিল পাপাপুয়া, পেটের ভিতর ছাছাছুয়া, কান্ধের উপর কাকাতুয়া
বুকের ভিতরে মুখের দুয়া, হাং কইরা ঠ্যাঙের উপরে, থাং কইরা ছাঙ্গের উপরে
জাং তাইনা হাপের মুখে ব্যাং কইরা ছিলাছিলা
এ আমরা মাটির বাংলা, শ্যামলা চামড়া, মাঝিমাল্লার দেশে কামলা
মরজিনা দেওয়ানা যাযাবর যতটি জতাপাগ্লা
ঢোলের তালে হেইলা দুইলা নাইচা গাইয়া হাইসা কুইদা
জাল্লে জালালি ভবের বাত্তি জ্বলো বাত্তি
এ আমরা মাটির বাংলা, শ্যামলা চামড়া, মাঝিমাল্লার দেশে কামলা
মরজিনা দেওয়ানা যাযাবর যতটি জতাপাগ্লা
ঢোলের তালে হেইলা দুইলা নাইচা গাইয়া হাইসা কুইদা
জাল্লে জালালি ভবের বাত্তি জ্বলো বাত্তি
JALALI SET - Bonobasher Shadhon | জালালি সেট - বনবাসের সাধন
Tags:
Entertainment