এসেছে আইওএস'র নতুন সংস্করণ আইওএস-১২




আনুষ্ঠানিকভাবে সোমবার (১৭ সেপ্টেম্বর) থেকে অ্যাপলের আইওএস-১২ সংস্করণটি ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে। নতুন এ সংস্করণের বড় বৈশিষ্ট্য বলা হচ্ছে, আগের মডেলের আইফোনেকে দ্রুতগতির করে তুলবে। অ্যাপলের তথ্য অনুযায়ী ক্যামেরা ব্যবহারের ক্ষেত্রে ৭০ শতাংশ, ডিসপ্লেতে কি-বোর্ড ব্যবহারের ক্ষেত্রে ৫০ শতাংশ এবং যেকোন অ্যাপ চালুর ক্ষেত্রে দ্বিগুণ গতি পাওয়া যাবে নতুন আইওএস সংস্করণে।
আইফোনের বিনামূল্যে ভিডিও চ্যাটের সুবিধা ফেসটাইমে আগে শুধু দুজনেই ভিডিও চ্যাট করা যেত। নতুন সংস্করণের আসছে বিশেষ হালনাগাদ। এর ফলে একসঙ্গে ফেসটাইমে ৩২ জন ভিডিও চ্যাট করতে পারবেন। ইমোজিরও হালনাগাদ পাওয়া যাবে নতুন সংস্করণে। নিজের চেহারার মতো করে মেমোজি তৈরি করতে পারবেন ব্যবহারকারীরা। পাশাপাশি যুক্ত হয়েছে অ্যানিমোজি। মেমোজি ও অ্যানিমোজি থ্রিডি আকারে ব্যবহার করা যাবে বার্তা আদান-প্রদান বা ফেসটাইম ব্যবহারের ক্ষেত্রে।
মেসেজ ও ফেসটাইমে ইন-অ্যাপ ক্যামেরা ইফেক্ট ব্যবহার করে তাৎক্ষণিক ছবি অথবা ভিডিও অ্যানিমোজি, মেমোজি, ফিল্টার, অ্যানিমেশন যুক্ত লেখা বিশেষ ইফেক্ট ব্যবহার করে যুক্ত করা, স্টিকারসহ নানা কিছু শেয়ার করা যাবে।

এআরকিট ২ থাকছে নতুন হালনাগাদে। ফলে অগমেন্টেড রিয়েলিটি (এআর) ব্যবহার করে বাস্তবতা সংশ্লিষ্ট নানা বিষয় মেসেজ কিংবা মেইলে দ্রুত পাঠানো যাবে। নতুন সুবিধার মধ্যে যুক্ত হয়েছে কতক্ষণ কোন অ্যাপ ব্যবহার করেছেন তার হিসাব পাওয়ার সুবিধা। এতে করে ব্যবহারকারী নিজেই জানতে পারবেন কোন অ্যাপ কত সময় ধরে ব্যবহার করেছেন। আগের সংস্করণে নোটিফিকেশন আলাদা আলাদা থাকলেও এবার এক সঙ্গে একই অ্যাপ থেকে আসা নোটিফিকেশনগুলো এক জায়গায়ই থাকবে। যখন ব্যবহারকারী দেখতে চাইবেন সব নোটিফিকেশন তখন একটি নোটিফিকেশনে ক্লিক করলেই সবগুলো নোটিফিকেশন চলে আসবে। এছাড়া থাকছে সহজে ছবি শেয়ার করা, আরও উন্নত পদ্ধতিতে ছবি সার্চ করা, শর্টকার্টগুলো দ্রুত করা তথা প্রাইভেসি আরও উন্নত করা।

আজ থেকে আইফোন ৫এস, এসই, ৬ প্লাস, ৬, ৬এস প্লাস, ৬এস, ৭ প্লাস, ৭, ৮ প্লাস, ৮, এক্স, এক্সআর, এক্সএস ম্যাক্স, এক্সএস, আইপ্যাড মিনি ২, ৩, ৪, এয়ার, এয়ার ২, পঞ্চম জেনারেশন, ষষ্ঠ জেনারেশন, ৯.৭ ইঞ্চি প্রো, ১০.৫ ইঞ্চি প্রো, ১২.৯ ইঞ্চি প্রো প্রথম জেনারেশন, ১২.৯ ইঞ্চি প্রো ২য় জেনারেশন এবং আইপড টাচ ষষ্ঠ প্রজন্মের ব্যবহারকারীরা আইওএস ১২-তে হালনাগাদ করতে পারবেন। আপনার ডিভাইসের সেটিংস থেকে জেনারেল অপশনে গিয়ে সফটওয়্যার আপডেটে ক্লিক করলেই নতুন হালনাগাদ পাওয়া যাবে।

সুত্রঃ বাংলা ট্রিবিউন
Previous Post Next Post