Lyrics - Poramon (পোড়ামন) by Salma, Tanjib Sarowar | Bibek | Bangla New Song 2018

Song : Poramon (পোড়ামন)
Singer : Tanjib Sarowar & Salma
Lyric : Omar Farook Bishal
Production : Motion Rock Entertainment
Label : Dhruba Music Station

Poramon (পোড়ামন) by Salma, Tanjib Sarowar FULL LYRICS

কইরা হেলা চইলা গেলা
খেইল্যা দারুণ প্রেমো খেলা
লাগে না ভালো লাগে না
পরাণে পরাণ থাকে না 

উড়াল দিলা কোন সুখের আশায়
শত দুখেও তোমার নাম সুধায়
পোড়ামন তোমায় ভাবিয়া
চোখ বুইজাও থাকে জাগিয়া

মনের মাঝে এ কেমন আগুন
নিভাতে গেলে বাড়ে দ্বিগুন
বাইরেও জ্বলে আর ভিতরেও পুড়ে
তু-মি-হীন নাই সুখ অ-ন্ত-পু-রে

কিসের খোঁজে ক্যান হইলা নিখোঁজ
পারি না দিতে মনটা রে বোজ
পোড়ামন তোমায় ভাবিয়া
চোখ বুইজাও থাকে জাগিয়া

Previous Post Next Post