☪ Jodi Agamir Dintake Pete Chaw যদি আগামীর দিনটাকে (Full Lyric + Translate) Bangla Islamic Song 2018

গানঃ যদি আগামীর দিনটাকে পেতে চাও (Jodi Agamir Dintake Pete Chaw)
শিল্পীঃ নওশাদ মাহফুজ
কথা ও সুরঃ নওশাদ মাহফুজ


বাংলা লিরিক্স গান

যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভড়া,
যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, 
তবে জ্ঞানের প্রদীপ জ্বেলে, 
দাঁড়িয়ে তোমার ধারে আহবান করি যে তোমায়।
এসো এই আঙিনায়, মুক্তির মোহনায়।

এসো এই আঙিনায়, মুক্তির মোহনায়।
লক্ষ প্রানের বিনিময়ে, পেলাম স্বাধীনতা।
তবু কেনো আজ , মৃত্যুর ধারে, 
কাঁদছে মানবতা।..(২)
আমার সোনার দেশ গড়তে হবে,
ষড়যন্ত্রের বাধা রুখতে হবে।
সময় এসেছে ফের এগিয়ে যাবার
এগিয়ে যাবার,এগিয়ে যাবার, এগিয়ে যাবার, এগিয়ে যাবার। 
সময় এসেছে ফের এগিয়ে যাবার।

যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভড়া,
যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, 
তবে জ্ঞানের প্রদীপ জ্বেলে,
দাঁড়িয়ে তোমার ধারে আহবান করি যে তোমায়।
এসো এই আঙিনায়, মুক্তির মোহনায়।
এসো এই আঙিনায়, মুক্তির মোহনায়।
শান্তি সুখের সোনালী সেদিন, আসবে আবার ফিরে...। 
ঐশী আলোয় সাজবে সমাজ, স্বপ্ন দু'চোখ জুড়ে। 
বাধার প্রাচীর যত ভাঙতে হবে,
সাম্য ন্যায়ের গান গাইতে হবে, 
আগামীর দিন শুধু সম্ভাবনার,
সম্ভাবনার,সম্ভাবনার,সম্ভাবনার,সম্ভাবনার। 
আগামীর দিন শুধু সম্ভাবনার।

যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভড়া,
যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, 
তবে জ্ঞানের প্রদীপ জ্বেলে, 
দাঁড়িয়ে তোমার ধারে আহবান করি যে তোমায়।
এসো এই আঙিনায়, মুক্তির মোহনায়।
এসো এই আঙিনায়, মুক্তির মোহনায়।

Jodi Agamir Dintake Pete Chao Aloi Vora, 
Jodi Pete Chao Rashedar Alokito Bosundhara. 
Tobe Gyaner Prodip Jele, 
Darie Tomar Dare Ahban kori je Tomai... 
Eso Ei Anginai.. 
Muktir Mohonai.



ENGLISH TRANSLATE LYRICS 

If you want to get the next day in the morning,
But if the light of knowledge wakes up,
Standing beside you I call you

Let's get this crown, in the forefront of the release.
Let's get this crown, in the forefront of the release.
In exchange for millions of lives, I found freedom.
But why today, by the death,
Humanity is crying ... (2)

My country will have to build,
Conspiracy will be prevented.
Time has come again,
Go ahead, move forward, move forward, move forward.
The time has come again.

if you want to get the next day in the morning,
But if the light of knowledge wakes up,
Standing beside you I call you
Let's get this crown, in the forefront of the release.
Let's get this crown, in the forefront of the release.

If you want to get the next day in the morning,
But if the light of knowledge wakes up,
Standing beside you I call you
Let's get this crown, in the forefront of the release.
Let's get this crown, in the forefront of the release.


যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে

Previous Post Next Post