ও জাফর তুই অপরাধীরে.... Oporadhi (অপরাধী) Zafar Iqbal Sir Version Full Song by Raqibul Hasan Rana .
একটা সময় জাফর স্যাররে সবই ভাবিতাম।
তাঁর বইগুলা সব যতন করে আগলাইয়া রাখতাম।
তাঁর গোঁফের নিচের হাসি দেইখা দুঃখ পুষাইতাম।
স্যার বৃষ্টির নিচে কাঁদলে পরে হারাইয়া যাইতাম।
ওরে মনের খাঁচায় জাফর স্যাররে দিয়াছিলাম ঠাঁই।
এখন মোদের জন্য স্যারের মনে কোনো জায়গা নাই।
ওরে হাতুড়ির ঘায় বাংলাদেশ আজ পঙ্গু হলো রে।
হায় এমন সময় স্যার আমাদের ফুটবল শেখায় রে!
ওরে ও জাফর স্যার, তুই অপরাধী রে!
আমার কৈশোরের সেই ভালোবাসা দে ফিরাইয়া দে।
আমার আবেগ লইয়া পল্টি মারার অধিকার দিল কে?
স্যার তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে!
স্যাররে স্কুল পলাই বই মেলাতে দেখিতে যাইতাম।
আমি টিফিনের সব টাকা জমাই ফিকশান কিনিতাম।
ওরে রাইতের পর রাইত জাগিয়া গল্প পড়িতাম।
রাতুল-রুহান-রাশার সাথে হারাইয়া যাইতাম।
এখন দালালিতে পূর্ণ কলাম পড়ি ক্যামনে!
এসব পড়িলে হড়হড়াইয়া বমি আসে রে।
স্যারের সুশীলবেশী ভণ্ডনীতি দেখলে মনে হয়।
স্যার তো শুধু দলের এজেন্ট, মোদের কেউ নয়!
ওরে ও জাফর স্যার, তুই অপরাধী রে!
আমার কৈশোরের সব ভালোবাসা দে ফিরাইয়া দে।
আমার আবেগ লইয়া পল্টি মারার অধিকার দিল কে?
স্যার তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে!
ওরে ও জাফর স্যার, তুই অপরাধী রে!
আমার কৈশোরের সব ভালোবাসা দে ফিরাইয়া দে।
আমার আবেগ লইয়া পল্টি মারার অধিকার দিল কে?
স্যার তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে!
Original song Credit:
Song: Oporadhi
Singer: Arman Alif
Lyrics & Tune: Arman Alif
Guitar: Shihab rayhan
Music: Ankur Mahamud
ও জাফর তুই অপরাধীরে Lyrics
তাঁর বইগুলা সব যতন করে আগলাইয়া রাখতাম।
তাঁর গোঁফের নিচের হাসি দেইখা দুঃখ পুষাইতাম।
স্যার বৃষ্টির নিচে কাঁদলে পরে হারাইয়া যাইতাম।
ওরে মনের খাঁচায় জাফর স্যাররে দিয়াছিলাম ঠাঁই।
এখন মোদের জন্য স্যারের মনে কোনো জায়গা নাই।
ওরে হাতুড়ির ঘায় বাংলাদেশ আজ পঙ্গু হলো রে।
হায় এমন সময় স্যার আমাদের ফুটবল শেখায় রে!
ওরে ও জাফর স্যার, তুই অপরাধী রে!
আমার কৈশোরের সেই ভালোবাসা দে ফিরাইয়া দে।
আমার আবেগ লইয়া পল্টি মারার অধিকার দিল কে?
স্যার তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে!
স্যাররে স্কুল পলাই বই মেলাতে দেখিতে যাইতাম।
আমি টিফিনের সব টাকা জমাই ফিকশান কিনিতাম।
ওরে রাইতের পর রাইত জাগিয়া গল্প পড়িতাম।
রাতুল-রুহান-রাশার সাথে হারাইয়া যাইতাম।
এখন দালালিতে পূর্ণ কলাম পড়ি ক্যামনে!
এসব পড়িলে হড়হড়াইয়া বমি আসে রে।
স্যারের সুশীলবেশী ভণ্ডনীতি দেখলে মনে হয়।
স্যার তো শুধু দলের এজেন্ট, মোদের কেউ নয়!
ওরে ও জাফর স্যার, তুই অপরাধী রে!
আমার কৈশোরের সব ভালোবাসা দে ফিরাইয়া দে।
আমার আবেগ লইয়া পল্টি মারার অধিকার দিল কে?
স্যার তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে!
ওরে ও জাফর স্যার, তুই অপরাধী রে!
আমার কৈশোরের সব ভালোবাসা দে ফিরাইয়া দে।
আমার আবেগ লইয়া পল্টি মারার অধিকার দিল কে?
স্যার তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে!
Original song Credit:
Song: Oporadhi
Singer: Arman Alif
Lyrics & Tune: Arman Alif
Guitar: Shihab rayhan
Music: Ankur Mahamud
Tags:
Song