১৫ বছর পর স্কাইপেতে যুক্ত হচ্ছে কল রেকর্ডিং ফিচার |
ইন্টারনেট ব্যবহার করে কথা বলা কিংবা ভিডিও চ্যাটের জন্য জনপ্রিয় সফটওয়্যার স্কাইপ। স্কাইপে সফটওয়্যারটি চালুর ১৫ বছর এটিতে চালু হতে যাচ্ছে কল রেকর্ডিং ফিচার। মাইক্রোসফটের মালিকানাধীন এ সফটওয়্যার ও অ্যাপভিত্তিক ভিডিও কল করার সুবিধাযুক্ত সার্ভিসটির এ ঘোষণায় ব্যবহারকারীদের মধ্যে আলোড়ন তুলেছে।
খবর প্রযুক্তিবিষয়ক অনলাইন সংবাদমাধ্যম দ্য ভার্জের খবরে বলা হয়, আগামী মাস থেকে স্কাইপেতে হালানাগাদ করা হবে। আর এসময় এতে যুক্ত হবে বিল্ট ইন কল রেকর্ডিং ফিচার। স্কাইপে ডেস্কটপ অ্যাপে এই ফিচার যুক্ত করা হবে। উইন্ডোজ, ম্যাক, আইওএস, অ্যান্ড্রয়েড ও লিনাক্স ডিভাইসে এই ফিচার যুক্ত করা হবে।
মাইক্রোসফট জানিয়েছে, নতুন এই ফিচার হবে ক্লাউড ভিত্তিক এবং একজন ব্যাক্তি কল রেকর্ডিং শুরু করলে তা অপর প্রান্তে যারা থাকবেন তারা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন। মোবাইলফোনের অ্যাপের পাশাপাশি স্কাইপে ডেস্কটপ অ্যাপেও এই ফিচার যুক্ত করা হবে। উইন্ডোজ, ম্যাক, আইওএস, অ্যান্ড্রয়েড ও লিনাক্স ডিভাইস দিয়ে ব্যবহার করা স্কাইপেতে পাওয়া যাবে নতুন এ সুবিধাটি। মাইক্রোসফট জানিয়েছে, নতুন এই ফিচার হবে ক্লাউড ভিত্তিক এবং একজন ব্যক্তি কল রেকর্ডিং শুরু করলে তা অপর প্রান্তে যারা থাকবেন তারা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন।
এতোদিন স্কাইপে ব্যবহারকারীরা কল রেকর্ডিংয়ের জন্য থার্ড পার্টি অ্যাপের উপর নির্ভর করতো। তবে এখন থেকে স্কাইপেতেই এই কাজ করা যাবে। নতুন কল রেকর্ডিং ফিচারের পাশাপাশি মাইক্রোসফট স্কাইপেতে আরও কিছু ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। এর মধ্যে রয়েছে নতুন কনটেন্ট ক্রিয়েটর মুড। এই মুডের মাধ্যমে স্কাইপে ব্যবহারকারীরা নিজেদের কথোপকথনের অডিও এবং ভিডিও সাক্ষাৎকার পাবলিক স্ট্রিমে যে কোনও ব্যবহারকারী দেখার জন্য উন্মুক্ত করতে পারবে।
এখানে কম্পিউটারে যুক্ত সব অডিও ডিভাইসগুলোর তালিকা পাওয়া যাবে। যে ডিভাইসটি শোনার জন্য এ মুহূর্তে ব্যবহার করা হবে সেটি চিহ্নিত করতে হবে।অনেক সময় অন্য কোনো ডিভাইস, যেটি আগে একবার যুক্ত করা হয়েছিল সেটি সিলেক্টেড হয়ে থাকতে পারে। সেক্ষেত্রে অডিও শোনা যাবে না।মাইক্রোফোন ও স্পিকার ঠিক করার পর ভিডিও সেটিংস থেকে একইভাবে ক্যামেরা ডিভাইসের নাম সিলেক্ট করে দিতে হবে। তাহলেও সব সসম্যার সমাধান।
ওয়েবক্যাম-মাইক্রোফোন সমস্যার সমাধান:
অনেক সময় এটি ব্যবহারের ক্ষেত্রে নানা সমস্যা দেখা দেয়। এর মধ্যে ওয়েবক্যাম কিংবা মাইক্রোফোন ঠিকভাবে কাজ না করার বিষয়টি অন্যতম। বারবার এমন সমস্যা হলেও হতাশ হওয়ার কারণ নেই। কেননা কিছু কৌশল জানা থাকলে সহজেই এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। স্কাইপেতে ওয়েবক্যাম বা মাইক্রোফোনের সংযোগ ঠিকভাবে পাওয়া না গেলে কি করতে হবে তা এ টিউটোরিয়ালে তুলে ধরা হলো।
প্রথমে চেক করতে হবে ওয়েবক্যাম কিংবা মাইক্রোফোনে কোনো হার্ডওয়্যারজনিত সমস্যা রয়েছে কি না। যদি না থাকে তাহলে স্কাইপেতে ঢুকে tools থেকে ‘option’ এ যেতে হবে।
সেখান থেকে Audio Settings এ ক্লিক করে Show advanced options এ যেতে হবে।
Tags:
Entertainment