এক নজরে ২১তম রাশিয়া ফিফা বিশ্বকাপ ফুটবল ২০১৮ সকল তথ্য, উপাত্ত ও রেকর্ড


দীর্ঘ এক মাসের অবসান ঘটিয়ে শেষ হলো রাশিয়া বিশ্বকাপ। যেখানে ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে ফ্রান্স। ১৫ জুলাই মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের মধ্যদিয়ে শেষ হয়েছে রাশিয়া বিশ্বকাপের এবারের আসর। উদ্ধোধনী ম্যাচ থেকে শুরু করে একেবারে ফাইনাল ম্যাচ পর্যন্ত উত্তেজনায় টানটান ছিল দ্যা গ্রেটেস্ট শো অন আর্থের এবারের এডিশন। বিশ্বকাপ শেষ হয়ে গেলেও রেখে গেছে অনেক নতুনত্ব আর রোমাঞ্চকর কিছু তথ্য-উপাত্ত। এক নজরে দেখে নেওয়া যাক রাশিয়া বিশ্বকাপের সকল তথ্য-
আসর – ২১ তম (আয়োজক – রাশিয়া)ফাইনাল ম্যাচের ভেন্যু- লুঝনিকি স্টেডিয়াম,মস্কো।খেলা হয়েছে-১১ টি শহরেমোট স্টেডিয়াম -১২ টিমোট ম্যাচ -৬৪ টি
অংশগ্রহণসংক্রান্ত তথ্যঃঅংশগ্রহনকারী দেশ- ৩২ টিমুসলিম দেশ-‌‌ ৭ টিনর্ডিক দেশ- ৩ টিআরব দেশ- ৪ টিপ্রথম বার খেলেছে- ২ টি দেশ (আইসল্যান্ড ও পানামা)

চ্যাম্পিয়নঃ ফ্রান্স।
রানার্সআপঃ ক্রোয়েশিয়া।
তৃতীয় স্থানঃ বেলজিয়াম।
চতুর্থ স্থানঃ ইংল্যান্ড।
স্বাগতিকঃ রাশিয়া।
.
গোল্ডেন বল-লুকা মড্রিচ (ক্রোয়েশিয়া)
গোল্ডেন বুট- হ্যারিকেইন (ইংল্যান্ড)
উদীয়মান খেলোয়ার- Mbappe (এম বাপ্পে)
(ফ্রান্স)
গোল্ডেন গ্লাভস- কোর্তোয়া
(বেলজিয়াম)
সর্বোচ্চ গোলদাতাঃ হ্যারি কেইন (৬টি) ।
মোট গোল হয়ঃ ১৬৯
মোট ম্যাচঃ ৬৪।
মোট আত্মঘাতী গোলঃ ১২ টি।
.
✺১ম গোলঃ ইউরি গাজিনস্কি(রাশিয়া)।
৫০ তম গোলঃ লুকা মদ্রিচ ( ক্রোয়েশিয়া)।
 ১০০ তম গোলঃ মেসি ( আর্জেন্টিনা)।
সর্বশেষ গোল করেনঃ মাঞ্জুইচ (ক্রোয়েশিয়া)
সর্বোচ্চ গোল প্রদানকারী দেশঃ বেলজিয়াম (১৬ টি)।
 কম গোল হজমকারী দেশঃ উরুগুয়ে। 
✺১ম হ্যাটট্রিকঃ ক্রিশ্চিয়ানো রোলানদো
(পর্তুগাল)।
.হলুদ কার্ড - ২১৯ টি
লাল কার্ড - ৪ টি
প্রথম হলুদ কার্ড - গলভিন ( রাশিয়া)।
প্রথম লাল কার্ড - সানচেজ ( কলম্বিয়া)।
সর্বোচ্চ হলুদ কার্ড প্রাপ্ত দেশ- পানামা (১৯ টি)।
❍প্রতিটি বিশ্বকাপে অশংগ্রহণ করা একমাত্র
ফুটবল দলঃ ব্রাজিল।
.
◣সময়ঃ ১৪ জুন থেকে ১৫ জুলাই।
◣ভেন্যুঃ ১১টি শহরে ১২টি।
বলের নামঃ টেলস্টার ১৮
◣মাসকটঃ জাবিভাকা (এটা একটা নেকড়ে। রুশ ভাষায়
জাবিভাকা অর্থ -যে গোল করে)।
◣থিম সংঃ লিভ ইট আপ।
◣১ম বারের মত বিশ্বকাপে Video Assistant Referee (VAR) প্রযুক্তি ব্যবহার করা হয়।
◣ছবির পোস্টারে ব্যাবহার করা হয়- রুশ গোলরক্ষক 'লেভ ইয়াসিন'। তিনিই ফুটবল বিশ্বের একমাত্র গোলরক্ষক যিনি গোলরক্ষক হয়ে ইউরোপের বর্ষসেরা খেলোয়ারের পুরস্কার জিতেছেন।
◣ফাইনাল ও প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়- লুজনিকি
স্টেডিয়াম, মস্কো।
 ফাইনাল ম্যাচের রেফারী - নেস্তর পিটানা (আর্জেন্টিনা)।
◣দলঃ ৩২ টি। মুসলিম দল ৭টি। আরব দেশ ৪টি।
.
✺১ম অংশকারীঃ আইসল্যান্ড (এযাবৎকাল পর্যন্ত
বিশ্বকাপ খেলা দলগুলোর ভেতর জনসংখ্যায়
সব থেকে ক্ষুদ্রতম দেশ আইসল্যান্ড।
জনসংখ্যা মাত্র ৩,৩২,৫২৯ জন) ও পানামা।
✺প্রথমবারের মত ৩টি নার্ডিক দেশ অংশগ্রহণ
করে। ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন।
★সিলভার বল (আসরের সেরা ইমার্জিং প্লেয়ার): কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স);
★ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ: গ্রিজম্যান (ফ্রান্স);
এবারের আসরে মোট হ্যাট্রিক: ২টি [১ম- ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (স্পেনের বিপক্ষে), ২য়- হ্যারি কেইন (পানামার বিপক্ষে)];
প্রথমবারের মতো সংযোজন: V.A.R. (Video Assistant Referee);
বিশ্বকাপ থিম সং: Live it up (শিল্পী- নিকি জেম);
দ্বিতীয় রাউন্ডে খেলা একমাত্র এশীয়দেশ: জাপান;
বিশ্বকাপের বলের নাম: টেলস্টার ১৮ (প্রথম রাউন্ড পর্যন্ত) এবং টেলস্টার মেচতা (দ্বিতীয় রাউন্ড থেকে ফাইনাল পর্যন্ত);
চ্যাম্পিয়ন দলের পুরস্কার - ৩৮ মিলিয়ন ডলার (প্রায় ৩১৮ কোটি টাকা)।
রানার্স আপ দলের পুরস্কার - ২৮ মিলিয়ন ডলার (প্রায় ২৩৪ কোটি টাকা)।
সবচেয়ে বয়স্ক খেলোয়াড় - এমাস আল হাদারি (মিশর)।
পেলের পরে দ্বিতীয় কনিষ্ঠ খেলোয়াড় যিনি বিশ্বকাপ ফাইনালে গোল করেছেন - ফ্রান্সের এম বাপ্পে ( ১৯ বছর ২০৭ দিন)।
আগামী ২০২২ (২২তম) বিশ্বকাপ: আয়োজক দেশ- কাতার (মোট ৩২টি দেশ অংশ নেবে);
পরবর্তী ২০২৬ (২৩তম) বিশ্বকাপ: আয়োজক দেশ- মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা (মোট ৪৮টি দেশ অংশ নেবে)।
ভিন্নধর্মী তথ্য
প্রথম বার সংযোজন- VAR (video assistant referee)
পুরস্কার প্রত্যাখানকারি – মোহাম্মদ আল শিনাওয়ি (মিশর)
চ্যাম্পিয়নশিপসংক্রান্ত তথ্যঃ
একবারের বেশি বিশ্বকাপ জয়ী দল = ৬ টি (ফ্রান্স,ব্রাজিল,জার্মানি,উরুগুয়ে,আর্জেন্টিনা,ইতালি)
সর্বোচ্চ জয়ী-ব্রাজিল (৫ বার)
এখন পর্যন্ত সব বিশ্বকাপ খেলেছে- ব্রাজিল (২১ বার)
মোট চ্যাম্পিয়ন দেশ- ৮ টি (ফ্রান্স,ব্রাজিল,জার্মানি,উরুগুয়ে,আর্জেন্টিনা,ইতালি,ইংল্যান্ড,স্পেন) 
পরবর্তী বিশ্বকাপ সং­ক্রান্তঃ ২০২২ বিশ্বকাপ- কাতার (৩২ দেশ অংশ নেবে) ২০২৬ বিশ্বকাপ – মেক্সিকো,যুক্তরাষ্ট্­র,কানাডা (৪৮ দেশ অংশ নেবে এবং এর অপর নাম UNITED 2026) 

★★★সেরা অভিনেতা --- নেইমার ( ব্রাজিল) 😆
Previous Post Next Post