দেশের অন্যতম সংগীত প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান হিসেবে সিডি চয়েসের নাম স্বর্নাক্ষরে আজীবন লেখা থাকবে দর্শকশ্রোতাদের হৃদয়ে। প্রতিষ্ঠানটি তার সফলতার ধারাবাহিকতার ফল হিসেবে এবার তাদের ইউটিউব চ্যানেলে ১ মিলিয়ন বা ১০ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক এর জন্য আনুষ্ঠানিক স্বীকৃতি ‘গোল্ডেন প্লে বাটন’ পাচ্ছে ইউটিউব কর্তৃপক্ষ থেকে। |
দেশের অন্যতম জনপ্রিয় ও সফল অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস দীর্ঘ দিন ধরেই দেশীয় সংগীতে শীর্ষস্থান ধরে রেখেছে। নিয়মিত গান, মিউজিক ভিডিও, নাটক ইত্যাদি প্রযোজনা ও পরিবেশনা করে সিডি চয়েস সমৃদ্ধ করেছে নিজেদের এবং বাংলাদেশের সংস্কৃতি। গান প্রকাশের পাশাপাশি প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরেই নাটক ও চলচ্চিত্র নিজেদের ইউটিউব চ্যানেলে প্রচার করে আসছে। চ্যানেলটির প্রতিটি কনটেন্টই দর্শকরা বেশ গ্রহণ করেন।
সিডি চয়েসের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত অনেক গানের মিউজিক ভিডিও, নাটক ও চলচ্চিত্র ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এ জনপ্রিয়তার পরিমাপক হচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স রেকর্ড। প্রতিষ্ঠানটির অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত মিলছে কোটি ভিউ পেরিয়ে যাওয়ার রেকর্ড। শুধু সাধারণ মানুষের মনেই নয়, সিডি চয়েসের ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে আন্তর্জাতিক সহ অনলাইনেও। যার ফলশ্রুতিতে ইউটিউবে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছে সিডি চয়েস। এবার ইউটিউব কর্তৃপক্ষ থেকে ‘গোল্ডেন প্লে বাটন’ পেল দেশের অন্যতম এই প্রতিষ্ঠান।
সিডি চয়েস ত ২ এপ্রিল একটি বিরল ইতিহাস গড়ল যা কিনা স্বর্নাক্ষরে আজীবন লেখা থাকবে দর্শকশ্রোতাদের হৃদয়ে। গত ২ এপ্রিল সিডি চয়েসের ইউটিউব চ্যানেল ১ মিলিয়ন (১০ লাখ) সাবস্ক্রাইবারের মাইলফলক অতিক্রম করে যা কিনা বাংলাদেশে যে কোন ইউটিউব চ্যানেলের প্রথম রেকর্ড। বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনও চ্যানেল হিসেবে সিডি চয়েসের ইউটিউব চ্যানেল ১০ লাখ সাবস্ক্রাইবার অতিক্রম করেছে। বিরল এই রেকর্ড গড়ার মাধ্যমে সিডি চয়েস তাদের শ্রেষ্ঠত্ব আবারও প্রমাণ করলো। ১০ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শ করায় ইউটিউব কর্তৃপক্ষ থেকে সিডি চয়েস পেতে চলেছে ‘গোল্ডেন প্লে বাটন’। এমন সফলতার স্বীকৃতি হিসেবে ইউটিউব কর্তৃপক্ষ থেকে প্রতিষ্ঠানটিকে গোল্ডেন প্লে বাটন দেয়ার খবরটি নিশ্চিত করেন সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল।
এমন অসামান্য অর্জনে উচ্ছ্বসিত হয়ে সিডি চয়েসের প্রধান কর্তা জহিরুল ইসলাম সোহেল ফেসবুকের মাধ্যমে বলেন, এই অর্জন সিডি চয়েসের একার না। আমি মনে করি এটা সমগ্র বাংলাদেশের অর্জন। এই অর্জনে আমি সকল শিল্পী, কলাকুশলী, আমাদের প্রতিষ্ঠানে কর্মরত সদস্য এবং সংগীতপ্রিয় শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সিডি চয়েসের আজকের এই সাফল্যে আমি সর্বপ্রথম স্মরন করি মহান সৃষ্টিকর্তা আল্লাহতায়ালাকে যিনি অশেষ মেহেরবানী রহমত না করলে এটা কখনোই সম্ভব হত না তারপর স্মরন করি আমার বাবা মা কে যাদের দোয়াতে আজকে সিডি চয়েস এই সাফল্যের চূড়ায় পৌছেছে আমি সৃষ্টিকর্তা ও আমার বাবা মায়ের কাছে প্রানভরে অসীম কৃতজ্ঞতা প্রকাশ করছি।আরো যারা সিডি চয়েসের এই পাহাড়সম সাফল্যের পিছনে সহযোগিতা ও ভালবাসার হাত বাড়িয়েছেন তারা হলেন: বাংলাদেশের সকল শিল্পী,গীতিকার,সুরকার,সংগীত পরিচালক,ভিডিও নির্মাতা,নাটক ও সিনেমার পরিচালক প্রযোজক গন,নাটক ও সিনেমার সকল শিল্পী কলাকুশলীবৃন্দ,বিনোদন সাংবাদিক,টিভি চ্যানেল,মোবাইল অপারেটর,এমআইবি,কাইনেটিক মিউজিক,সিডি চয়েস পরিবারের সকল সদস্য সহ সবাই কে জানাই শুভেচ্ছা ও ভালবাসাএবং অভিনন্দন। আজকে একটা কথা বলতেই হবে আমি আমার সিডি চয়েস পরিবারে সব সৎ,নিষ্ঠাবান ও পরিশ্রমী সদস্য পেয়েছি যারা অক্লান্ত পরিশ্রম করে সিডি চয়েস কে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের সবার প্রতি রইল আমার আজীবন ভালবাসা।আর যাদের কে ছাড়া কখনোই এই সাফল্য অর্জন সম্ভব ছিল না তারা হলেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সম্মানিত সকল দর্শক শ্রোতাবৃন্দ তাদের জানাই অকৃত্রিম ভালবাসা ও কৃতজ্ঞতা।
১০ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শ করায় ইউটিউব কর্তৃপক্ষ থেকে সিডি চয়েস পেতে চলা ‘গোল্ডেন প্লে বাটন’ এর খবর সিডি চয়েস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানায় |
সিডি চয়েসের নাটকের ইউটিউব চ্যানেল সিডি চয়েস ড্রামা চ্যানেল এখন ইউটিউবে ৪ লক্ষ সাবস্ক্রাইবার পরিবারের সদস্য।দর্শরশ্রোতাদের অকৃপন ভালবাসায় সিডি চয়েস ড্রামা চ্যানেল বাংলাদেশে নাটকের এক নম্বর ইউটিউব চ্যানেলে পরিনত হয়েছে এবং সাবস্ক্রাইবার খুব দ্রুত বেড়ে চলেছে
উল্লেখ্য, সিডি চয়েসের মূল ইউটিউব চ্যানেল ছাড়াও আরও একাধিক চ্যানেল রয়েছে। যেমন সিডি চয়েস ড্রামা, সিডি চয়েস মুভি ইত্যাদি। সেগুলোতেও উল্লেখযোগ্য পরিমাণে সাবস্ক্রাইবার রয়েছে। সবমিলে ইউটিউব জগতে বাংলাদেশের জন্য সিডি চয়েস একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে সবসময়।
চ্যানেলের ইউটিউব লিংক:
https://www.youtube.com/channel/UCIO1zDtxhFjtXhQGuKafUmg
Tags:
Entertainment